নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
Published: 26th, January 2025 GMT
"ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্য সামনে রেখে র্যালি, আলোচনা, কম্বল বিতরণ ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫ এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা.
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ডিএসএমও ডা. নাসিরুল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসাইন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, ও জেলা হেলথ নার্স ডালিয়া আক্তার ও লেপ্রসি মিশন বাংলাদেশের জেলা প্রতিনিধি খোকন বারোই।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় এ দিবসটি পালিত হয়। পরে কুষ্ঠ আক্রান্ত চিকিৎসাধীন ব্যাক্তিদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।