মুন্সীগঞ্জে খামারির ১১টি ভেড়া কুপিয়ে হত্যা
Published: 26th, January 2025 GMT
মুন্সীগঞ্জের মিরকাদিমে বিসমিল্লাহ ডেইরি এন্ড ভি ফ্যাটেনিং নামে একটি খামারে কুপিয়ে ও গলায় তার পেঁচিয়ে ১১টি ভেড়া হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় মিরকাদিম পৌরসভার চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিসমিল্লাহ ডেইরির শ্রমিক মামুন জানান, বেশ কয়েকদিন ধরে এলাকার কয়েকজন মাদকসেবী খামারে ঢুকে মাদক সেবন করে আসছে। তাদের মধ্যে চব্দনতলা গ্রামের খালেক মিয়ার ছেলে লিখনও ছিল। তাদেরকে নিষেধ করার পর তিন-চার দিন ধরে আর আসেনি। আজকে সকালে ভেড়াকে খাবার খাওয়াতে গিয়ে ১১টি ভেড়া রক্তাক্ত-মৃত অবস্থায় পাওয়া যায়।
খামার মালিক মোহাম্মদ আশিক বলেন, “শ্রমিকের মাধ্যমে জানতে পারি আমার খামারের ১১টি ভেড়া মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এর মধ্যে তিনটা ভেড়ার বাচ্চা পেটে আছে। আমার খামারে গরু-ছাগল ও মাছের পাশাপাশি ভেড়াও পালন করি। আমার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা করেছে সেটাও জানি না। যারা এই অমানবিক কাজ করেছে আমি তাদের বিচার চাই।”
মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোর্শেদ উদ্দিন আহমেদ বলেন, “কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে। বেশ কয়েকটি ভেড়াকে লিকুইড পদার্থ পুশ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, “একটি ঘরের মধ্যে ১১টি ভেড়া মরে পড়ে ছিল। মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রতন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন সরকারি ব্যাংকের ৯ জিএম
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতি পেয়ে নতুন ৯ জন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। এত দিন তাঁরা প্রতিষ্ঠানগুলোর মহাব্যবস্থাপক (জিএম) ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
সবচেয়ে বেশি অর্থাৎ পাঁচজন ডিএমডি হয়েছেন সোনালী ব্যাংক থেকে। তাঁদের মধ্যে মো. রেজাউল করিম, মো. নূরুন নবী ও মোহাম্মদ শাহজাহানকে সোনালী ব্যাংকেই পদায়ন করা হয়েছে। আর মো. রফিকুল ইসলামকে বেসিক ব্যাংকে ও মো. নজরুল ইসলামকে জনতা ব্যাংকে পদায়ন করা হয়েছে।
অগ্রণী ব্যাংক থেকে ডিএমডি হয়েছেন দুজন। তাঁদের মধ্যে রূবানা পারভীনকে একই ব্যাংকে রাখা হলেও নূরুল হুদাকে পদায়ন করা হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি)। এ ছাড়া কৃষি ব্যাংকের মোহা. খালেদুজ্জামানকে কৃষি ব্যাংকে এবং জনতা ব্যাংকের মো. আশরাফুল আলমকে জনতা ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩ অনুসরণ করে তাঁদের পদোন্নতি দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পদোন্নতি চূড়ান্ত করেছে একটি উচ্চপর্যায়ের কমিটি। এর আগে তাঁদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।