শরিফুলই কি সাইফের হামলাকারী, আঙুলের ছাপে চমকপ্রদ তথ্য
Published: 26th, January 2025 GMT
নিজ বাড়িতে হামলার পর বলিউড অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীকে ধরতে তৎপর ছিল পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তিকে। গেল কয়েকদিনে তাকে নিয়ে কম আলোচনা হয়নি। এবার এল চমকপ্রদ তথ্য।
মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিভাগের রিপোর্ট বলছে, সাইফের বাড়ি থেকে হামলাকারীর যে ১৯টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেগুলোর সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের কোনও মিল নেই।
মুম্বাই পুলিশ সাইফ আলী খানের বাড়ি থেকে সম্ভাব্য হামলাকারীর ১৯টি ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করে। শরিফুল ইসলাম শেহজাদের ১০টি আঙুলের ছাপও পাঠানো হয়েছিল। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছে তাতে রীতিমতো চমকপ্রদ তথ্য এসেছে।
বলা হচ্ছে, সাইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটাও মিলছে না শরিফুলের সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আদৌ শরিফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছেন তো?
এর আগে শরিফুলের বাবা রুহুল আমিন প্রশ্ন তোলেন, তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে ঠিকই কিন্তু সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে সে অন্য লোক।
সে সময় পুলিশ নিশ্চিত করে সাইফের বাড়িতে হামলা চালিয়েছিল শরিফুলই। জিজ্ঞাসাবাদেও পুলিশ এমন তথ্য পেয়েছে বলে জানান। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না কেন? সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অস্বাস্থ্যকর আজ ঢাকার বায়ু
বিশ্বের ১২৬ নগরীর মধ্যে আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে সপ্তম স্থানে আছে ঢাকা। আজ সকাল ৯টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৫৯। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পাননি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল।
আজ অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১২৬, রাজশাহীতে ১৫৪ ও খুলনায় ১৫১। প্রতিটি শহরের বায়ুমান অস্বাস্থ্যকর।
রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক এবং নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে, কিন্তু দূষণ কমছে না।
দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারিতে দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ২৫ গুণ বেশি।