নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে লিজকৃত সম্পত্তিতে থাকা বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত ২টার দিকে উপজেলা সদরের মডেলপাড়া এলাকায়। 


ভুক্তভোগি ইমরানা আক্তার জানান, একটি সরকারী সম্পত্তি ভিপি (কেস নং- ১৫/৭৭) এর মূলে তার বাবা তোফাজ্জল হোসেন ভোগ দখল করতেন। তার মৃত্যুর পর তার দুই পুত্র এবং দুই কন্যা উক্ত সম্পত্তির লিজ নিজেদের নামে নবায়ন করে এক কন্যা ইমরানা আক্তার পরিবার পরিজন   নিয়ে   ঘরবাড়ী নির্মাণ করে ১২/১৪ বছর যাবত বসবাস   করছেন।


তিনি আরো জানান, ৫ আগষ্ট পট পরিবর্তণের পর থেকে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি নেতা আলী আজগর (সাবেক এমপি আঙ্গুর গ্রুপের নেতা) জোর পূর্বক জবদখলের মাধ্যমে ইমরানাকে উক্ত সম্পত্তি থেকে উৎখাতের চেষ্টা এবং হুমকী ধমকী প্রদর্শণ করে আসছিল। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমাও চলমান এবং অস্থায়ী নিষেধাজ্ঞা ও রয়েছে বলে ভুক্তভোগী ইমরানা জানান। শনিবার দিবাগত রাত ২টার দিকে আলী আজগর ও তার ছেলে মুন্না অপরাপর লোকজন নিয়ে গিয়ে ইমরানার দুটি ঘর ভাংচুর করে এবং ঘরে থাকা আসবাপত্র লুটপাট করে নিয়ে যায়। 


ইমরানা আরো জানান, ঘটনার সময় আমি আমার শিশু পুত্র তাসিম (৮) কে নিয়ে প্রাণ ভয়ে  পালিয়ে গিয়ে থানার আশ্রয় নেই এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।


এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এর সাথে যোগাযোগ ও তার হোয়াসআপে ক্ষুদে বার্তা দিলেও তাকে পাওয়া যায়নি। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইমর ন

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

ইউক্রেনে শ্রমিক পরিবহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বুধবার সকালে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর মারহানেতে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

ডনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক প্রধান সের্হি লিসাক বলেছেন, হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, “নিহতদের সংখ্যা ক্রমাগত বাড়ছে”।

আরো পড়ুন:

ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত পুতিন

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তরুণের নিহতের খবর

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা সংঘাতের যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে লন্ডনে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে হামলার ঘটনাটি ঘটলো।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। দীর্ঘ এই যুদ্ধে উভয় পক্ষের কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ‘ইস্টার সানডে’ উপলক্ষে ৩০ ঘণ্টার সামরিয়ক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে এসময়ে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে।

যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে এবং ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তাদের সাথে আলাদাভাবে আলোচনা করছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ