ডিএফপির সামনে ভোরের কাগজের সংবাদকর্মীদের বিক্ষোভ
Published: 26th, January 2025 GMT
বন্ধ ঘোষিত ভোরের কাগজ খুলে দেওয়া ও অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধ এবং সাংবাদিক কর্মচারীদের চাকুরিচ্যুতির প্রতিবাদে রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপির (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পত্রিকাটির সাংবাদিক কর্মচারীরা।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে ভোরের কাগজের কার্যালয় খুলে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানানো হয়। একইসঙ্গে তাদের সব দেনা-পাওনা পরিশোধের দাবিও জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার, সম্পাদকীয় বিভাগের ইনচার্জ সালেক নাসির উদ্দিন, যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন হাশিম, সার্কুলেশন বিভাগের ইনচার্জ তসলিম চৌধুরী, বিজ্ঞাপন বিভাগের ডেস্ক নির্বাহী মো.
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোরের কাগজের বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানজার নুর মোহাম্মদ স্বপন, উৎপাদন বিভাগের ইনচার্জ শরণ হাওলাদার প্রমুখ। এ ছাড়া মানববন্ধন ও সমাবেশে ভোরের কাগজের সব বিভাগের সাংবাদিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে ডিএফপির সামনে থেকে সাংবাদিক কর্মচারীরা পত্রিকাটির বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনের মগবাজারের ওয়ারলেসের বাসার সামনে প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সাংবাদিক কর্মচারীরা জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার আসামি ইখতিয়ার উদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
প্রসঙ্গত, ভোরের কাগজ অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে, এমন ঘোষণা দিয়ে সরকারের কাছ থেকে ৯০০ টাকা কলাম ইঞ্চি বিজ্ঞাপনসহ সব সুযোগ-সুবিধা নিয়েছে। অথচ সাংবাদিক-কর্মচারীদের ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। এমনকি কোনো নিয়োগপত্র দেয়নি। আজকের কর্মসূচি থেকে বন্ধ পত্রিকা খুলে দেওয়া, নিয়োগপত্র প্রদান, ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সব বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট দিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়। এরপরও দাবি মানা না হলে পরবর্তীকালে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকা/হাসান/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ভ গ র ইনচ র জ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিষ্ণুপুরা এলাকায় কাজীপাড়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে একঅবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় এলাকাবাসীরা জানান বন্দর উপজেলার শ্রীরামপুর এলাকার ব্যাটারি ব্যবসায়ী আলমগীরের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে এই অবৈধ ব্যাটারি কারখানা।
ব্যাটারি কারখানার কারণে এলাকায় ছড়িয়ে পড়ছে সিসার বিষ। গবাদি পশু জনস্বাস্থ্য ও পরিবেশ পরেছে সংকটে। ব্যাটারি কারখানার শিসা ধুষনে এলাকায় ছড়িয়ে পড়ছে নানান রোগব্যাধি।
বিষ্ণুপুরা,কাজহরদী,টালটেকি,কাজি পাড়া,কাইনলী ভিটা, শ্রীরামপুর সহ আশেপাশের এলাকার লোকদের মাঝে দেখা দিয়েছে চোখের অসুখ, হাঁপানি, শ্বাসকষ্ট সহ মরণব্যাধি নানা রোগ বালাই।
এলাকাবাসীর অভিযোগ কারখানার বিষাক্ত বর্জ্যের কারণে জমিতে ফসল হচ্ছে না গাছে ফল ধরছে না এবং পুকুরে মাছ বাঁচতে পারছে না।
এ সময় তারা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের দৃষ্টি কামনা করে ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে ভিক্ষুক মিছিল নিয়ে বিষ্ণুপুরা হয়ে কাজহরদী গিয়ে শেষ করেন।