চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার
Published: 26th, January 2025 GMT
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ভেতরে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দাররা।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-152 ফ্লাইট থেকে এই মোবাইল ভর্তি ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৩০ হাজার টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এন এস আই এবং শুল্ক গোয়েন্দা সদস্যরা শারজাহ থেকে আসা বিমানের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এই সময় বিমানের ভিতর পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলিব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে সেখানে ৯৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যায়।
ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত মোবাইল ফোন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হিমাগারে আলু সংরক্ষণ
২ / ৯হিমাগারে নেওয়ার জন্য ট্রাক থেকে আলুর বস্তা নামানো হচ্ছে