ঝালকাঠিতে আইনজীবীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের ঘোষণা
Published: 26th, January 2025 GMT
ঝালকাঠিতে নির্বাহী আদালতের বিচারকের অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ তুলে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বরিবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহেব হোসেন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবিরুল ইসলাম এবং জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারি আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনার পরে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভা করে ২৭ জানুয়ারি থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সব কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহেব হোসেন জানান, আইনজীবীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তা না হলে তারা আদালত করবেন না।
আরো পড়ুন:
সাবেক এমপি নদভী আরো ৪ দিন রিমান্ডে
বিচারক অপসারণ না হওয়ায় আদালতের ফটকে তালা, সড়ক অবরোধ
ঢাকা/অলোক/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আগর দিন আইনজীবি, পরদিন ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
নাটোরে এক আইনজীবীকে কুপিয়ে তার বাড়িতে ডাকাতির ঘটনার একদিন পরই এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও মোবাইলফোন লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার হালসা গ্রামে এ ঘটনা ঘটে। সোনালী ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখায় কর্মকর্তা আছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ৮ থেকে ৯ জনের মুখোশধারী একদল ডাকাত জাকির হোসেনের বাড়িতে প্রবেশ করে। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাংক কর্মকর্তার বাবা আইয়ুব আলী ও তার মাকে বেঁধে ফেলে। পরে ডাকাতদল একে একে চারটি কক্ষ তছনছ করে। এ সময় ঘরে থাকা প্রায় আট ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমরা অনুসন্ধান পরিচালনা করছি। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার রাতে নাটোরের লালপুর উপজেলায় অ্যাডভোকেট সাধন চন্দ্র দাসকে কুপিয়ে তার বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।