ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। এ খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। নানাজন নানারকম প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। নির্মাতা আশফাক নিপুণ, নায়িকা মাহিয়া মাহিসহ অনেকেই বিষয়টি নিয়ে মত প্রকাশ করেছেন।

আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার খবরটি পেয়েছেন পরীমণি। এ বিষয়ে একটি গণমাধ্যমে তিনি বলেন, “ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করতে করতে খবরটা দেখলাম। আমি আজ আদালতে যেতে পারিনি। এর আগেও একবার যেতে পারিনি, সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল। সে হিসেবে পরপর দুবার আমি আদালতে যেতে পারিনি। আজকে আমার শারীরিক অসুস্থতার কারণে হাজির থাকতে পারিনি। আমার আইনজীবীকে তা জানিয়েছিও। আদালতের ভাষ্য অনুযায়ী, আজকে আমার অবশ্যই যাওয়া উচিত ছিল। সচেতন নাগরিক হিসেবেও মনে করছি, যাওয়া উচিত ছিল। কিন্তু শরীর অনেক বেশি খারাপ ছিল। শরীর অসুস্থ থাকলে তো কিছু করার নেই। আমি বিছানা থেকে ওঠার মতো শক্তিও পাচ্ছিলাম না। ঠিক থাকলে আমি তো আদালতে যেতাম। আদালতে যাওয়া নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না। মাতৃত্বকালীন সময়টায়ও কিন্তু আমি আদালতে যাওয়া বাদ দিইনি।”

গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশের খবর ছড়িয়ে পড়ার পর বাড়তি যস্ত্রণার মধ্যে পড়েছেন পরীমণি। তা উল্লেখ করে তিনি বলেন, “পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করছেন, খোঁজখবর নিতে। এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা। বিব্রতকরও। উটকো ঝামেলা বলতে পারেন।”

আরো পড়ুন:

অভিযোগ প্রমাণ হলে কত বছরের শাস্তি হবে পরীমণির

ধর্মের দোহাই দিয়ে কী প্রমাণ করতে চলেছেন তারা: পরীমণি

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে চিন্তিত নন পরীমণি। কারণ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করতে চান। এ বিষয়ে পরীমণি বলেন, “এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী।”

গতকাল টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনপণ্যের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল পরীমণির। হেফাজতে ইসলাম বাংলাদেশের আপত্তির কারণে টাঙ্গাইলে যাওয়া হয়নি তার। এ নিয়ে গতকাল রাতে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অনেকেই সেই পোস্টের সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশের ‘যোগসূত্রের’ কথা বলছেন।

এ বিষয়ে পরীমণি তার ভাবনার কথা জানিয়ে বলেন, “যে যা মন চায় করুক। যা মন চায় ভাবুক— এসব নিয়ে আমি কিছুই ভাবতে চাই না। আমার কোনো কিছুতে সমস্যা মনে হলে আমি কথা বলবই। আমার গায়ে লাগলে আমি কাউকে ছেড়ে কথা বলব না। সবার মতো আমি চুপ করে থাকতে পারি না। যেকোনো অন্যায় নিয়ে আমি কথা বলছি। এই অন্যায় নিয়ে কথা বলার কারণে আমাকে যদি বারবার জেলে যেতে হয়, আমি গেলাম। আর কী করব। কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউ কথাই বলবে না। সবাই বোবা হয়ে থাকবে? আমৃত্যু আমি অন্যায় দেখলে কথা বলব, যা আছে কপালে।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর য় ন

এছাড়াও পড়ুন:

লোকমান খালাস, মে মাসে মোহামেডানের নির্বাচন

মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদের মেয়াদ অতিরিক্ত দুই বছর পেরিয়ে গেলেও নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি। ২০২৩ সালের ৫ মার্চ হওয়ার কথা ছিল নির্বাচন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না করায় আইনী জটিলতায় এড়াতে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। আজ পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। ৩ বা ১০ মে নির্বাচনের সম্ভাব্য তারিখও ঠিক করা হয়েছে।  

আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন মোহামেডান ক্লাবের সাবেক ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া। ক্যাসিনোকান্ড এবং মানি লন্ডারিং মামলায় বেকসুর খালাস পাওয়ার একমাস পর আজ সাংবাদিকদের কাছে এ আগ্রহের কথা জানান তিনি। 

২০১৯ সালে দুদক মানিলন্ডারিং মামলা করে লোকমানের বিরুদ্ধে। তার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, দুদকের আনিত অভিযোগের সত্যতা না মেলায় আদালত বেকসুর খালাস দেন আমার মক্কেল লোকমান হোসেন ভূঁইয়াকে।

মামলার কারণে মোহামেডান ক্লাব এবং বিসিবি পরিচালক পদে নির্বাচন করতে পারেননি লোকমান। তার আইনজীবী জানান, মামলা নিষ্পত্তি এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করতে কোনো বাঁধা থাকছে না। লোকমান ভূঁইয়া ক্লাব ক্যাটাগরিতে বিসিবি কাউন্সিলর বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে হামলা ও লুটপাট, আহত ১২
  • কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বলেন, ‘আর রাজনীতি করব না, আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি’
  • ‘এমিলিয়া পেরেজ’ নয়, পুরস্কার জিতল ব্রাজিলের সিনেমা
  • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাসের রায় বহাল
  • ত্বকী হত্যার বিচার শুরু করার দাবিতে ১৫ বিশিষ্টজনের বিবৃতি
  • গাড়ি দুর্ঘটনায় সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন মারা গেছেন
  • খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার
  • সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার
  • কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার
  • লোকমান খালাস, মে মাসে মোহামেডানের নির্বাচন