পারিশ্রমিকের খাম দেখিয়ে ‘ঘিরে নেওয়ার’ হুমকি রাজশাহীর
Published: 26th, January 2025 GMT
বিপিএলের চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছিলেন এনামুল হক বিজয়-তাসকিন আহমেদরা। এরপর আংশিক পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে মাঠে নামার ঘোষণা দেন তারা। চট্টগ্রামে আংশিক পারিশ্রমিকও পান তারা।
এরপর ঢাকায় বিপিএলের শেষ পর্ব শুরু হওয়ার আগেও নাকি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন। ঢাকায় শেষ পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
ওই ম্যাচের আগে পারিশ্রমিক পেয়েছেন দুর্বার রাজশাহীর বিজয়-তাসকিন-শরিফুলরা। রাজশাহীর টপ অর্ডার ব্যাটার বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিশ্রমিকের খাম পাওয়ার ছবি পোস্ট করেছেন।
সঙ্গে দিয়েছেন প্রতিপক্ষকে হুমকি। রাজশাহীর আঞ্চলিক ভাষায় দেওয়া পোস্টে লিখেছেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে।’ চলতি বিপিএলে ৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে রংপুর রাইডার্স। সেটি এই দুর্বার রাজশাহীর বিপক্ষে। দ্বিতীয়বার সোহানদের মুখোমুখি হওয়ার আগে ঘিরে নেওয়ার হুমকি দিয়েছেন বিজয়রা।
দুর্বার রাজশাহীর সামনে চলতি বিপিএলের সুপার ফোরে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। তাদের সামনে রংপুর ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ রয়েছে। দুই ম্যাচে জিতলে শেষ চারের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন তাসকিনরা। একটি জিতলেও শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে তাদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে দাপটের সঙ্গে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিকে হারায় তারা। সেখান থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৪৯ রানের পুঁজি পেয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটিং অর্ডারে প্রথম ধাক্কা দেন কাইল জেমিনসন। দারুণ ছন্দে থাকা গিলকে (১৫) ফেরান তিনি। এরপর ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন রোহিত (২) ও বিরাট (১১)। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা বিরাট পয়েন্টে গ্লেন ফিলিপসের হাতে দুর্দুান্ত এক ম্যাচ হয়ে ফিরে যান।
এরপর চারে নামা শ্রেয়াস আইয়ার ও পাঁচে নামা অক্ষর প্যাটেল ৯৮ রানের জুটি গড়েন। অক্ষর ৬১ বলে ৪২ রান করে আউট হন। তিনটি চারের সঙ্গে একটা ছক্কা মারেন তিনি। কেএল রাহুলের সঙ্গে ৪৪ রানের জুটি দিয়ে আউট হন আইয়ার। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। ৯৮ বলের ইনিংস চারটি চার ও দুটি ছক্কায় সাজান।
রাহুল সেট হলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ২৯ বলে ২৩ রান করে আউট হন। হার্ডিক পান্ডিয়া দলকে আড়াই’ ছোঁয়া পুঁজি এনে দেন। তার ব্যাট থেকে ৪৫ বলে ৪৫ রানের ইনিংস আসে। চারটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন এই ব্যাটার।
ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন হেনরি। টপ অর্ডারে ধস নামানো এই পেসার ৮ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। জেমিনসন, ওরর্কি, মিশেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন। গ্রুপের এই শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে। জিতলে ভারত ফাইনালের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে পাবে। হারলে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।