পারিশ্রমিকের খাম দেখিয়ে ‘ঘিরে নেওয়ার’ হুমকি রাজশাহীর
Published: 26th, January 2025 GMT
বিপিএলের চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছিলেন এনামুল হক বিজয়-তাসকিন আহমেদরা। এরপর আংশিক পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে মাঠে নামার ঘোষণা দেন তারা। চট্টগ্রামে আংশিক পারিশ্রমিকও পান তারা।
এরপর ঢাকায় বিপিএলের শেষ পর্ব শুরু হওয়ার আগেও নাকি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন। ঢাকায় শেষ পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
ওই ম্যাচের আগে পারিশ্রমিক পেয়েছেন দুর্বার রাজশাহীর বিজয়-তাসকিন-শরিফুলরা। রাজশাহীর টপ অর্ডার ব্যাটার বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিশ্রমিকের খাম পাওয়ার ছবি পোস্ট করেছেন।
সঙ্গে দিয়েছেন প্রতিপক্ষকে হুমকি। রাজশাহীর আঞ্চলিক ভাষায় দেওয়া পোস্টে লিখেছেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে।’ চলতি বিপিএলে ৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে রংপুর রাইডার্স। সেটি এই দুর্বার রাজশাহীর বিপক্ষে। দ্বিতীয়বার সোহানদের মুখোমুখি হওয়ার আগে ঘিরে নেওয়ার হুমকি দিয়েছেন বিজয়রা।
দুর্বার রাজশাহীর সামনে চলতি বিপিএলের সুপার ফোরে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। তাদের সামনে রংপুর ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ রয়েছে। দুই ম্যাচে জিতলে শেষ চারের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন তাসকিনরা। একটি জিতলেও শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে তাদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা
ঈদের রাতে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেলের বাড়ি বরিশাল। তিনি বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘‘রুবেল দুই মাস হলো বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করে। আজ রাত ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে। এরপর আমরা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, ‘‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে।’’
বুলেটের ক্ষত বলে জানিয়েছেন হরনাথ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।’’
সাব্বির//