সঞ্জয় সমদ্দারের পরবর্তী সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকবেন শরিফুল রাজ। তার বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মোশাররফ করিম।
নির্মাতা সঞ্জয় সমদ্দার গণমাধ্যমে বলেন, “একটা সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। এরমধ্যে থেকে যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায়, তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সে প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। খুব শিগগির সিনেমার নাম ও অফিসিয়ালি জানাব।”
অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এতে রাজকে অ্যাকশন রূপে দেখা যাবে। অন্যদিকে মোশাররফ করিমকে ভয়ংকর রূপে দেখা যাবে।
আরো পড়ুন:
পড়শীর নায়ক তৌসিফ
চলচ্চিত্রে গাইলেন মোশাররফ করিম
ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। বড় কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক। সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমা প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।
শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।