প্রথম দেখায় সিলেট স্ট্রাইকার্সকে ১২৫ রানে অলআউট করে ফরচুন বরিশাল ম‌্যাচ জিতেছিল ৭ উইকেটে। আজ রবিরার (২৬ জানুয়ারি, ২০২৫) দ্বিতীয় দেখায় সিলেটকে নিয়ে আবার ছেলেখেলায় মেতে উঠল তারা। এবার ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট।

সহজ লক্ষ‌্য বরিশাল ছুঁয়ে ফেলে ৪ ওভার আগে। ৮ উইকেটের জয়ে তারা দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে প্লে’অফ। ৯ ম‌্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট তামিমের বরিশালের। রংপুরের পরই তাদের অবস্থান। অন‌্যদিকে অষ্টম হারে সিলেটের শেষ চারে সুযোগ এখানেই শেষ হয়ে গেছে।

সিলেটের জন্য গল্পগুলো ছিল একই রকম। ধারাবাহিক ব‌্যাটিং বিপর্যয়। নিষ্প্রাণ বোলিং আক্রমণ। ফিল্ডিংটাও গড়পড়তা। সব মিলিয়ে দলটা একেবারেই অগোছালো। বিপক্ষ দলের জন‌্য কেবল পরিবর্তন হয় ম‌্যাচের নায়কের। নতুন ম‌্যাচ, নতুন নায়ক।

আরো পড়ুন:

৭ রানে ফাহিমের ৫ উইকেট,  রেকর্ড গড়লেন নবী 

বিপিএল নিয়ে ‘সিরিয়াস বিসিবি’, ৭ ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির ডাক 

বরিশালের বিপক্ষে প্রথম দেখায় পাকিস্তানি পেসার জাহানদাদ খান ৩ উইকেট নিয়ে তাদের গুটিয়ে দিয়েছিলেন। এবার স্বদেশি ফাহিম আশরাফ তার মিডিয়াম পেসে এলোমেলো করে দিলেন সিলেটকে। তাসকিন আহমেদের পর দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে ফাইফারের স্বাদ পেয়েছেন। এজন‌্য ৩.

১ ওভার হাত ঘুরিয়েছেন। রান দিয়েছেন কেবল ৭টি।

প্রথম ওভারে রনি তালুকদার ও কাডিম এলায়িনকে আউট করার পর পরের ওভারে নাহিদুলকে বোল্ড করেন ডানহাতি পেসার। এরপর তৃতীয় ও চতুর্থ ওভারে ফিরে আরিফুল ও সুমন খানের উইকেট নিয়ে ক‌্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের স্বাদ পান।

তার তোপেই পুড়েছে সিলেট। ব‌্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আহসান ভাট্টি। ২৪ রান আসে জাকের আলীর ব‌্যাট থেকে। বাকিরা প্রত‌্যেকেই ছিলেন নিষ্প্রভ। ফাহিম বাদে দুইটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী ও জেমস ফুলার।

সহজ লক্ষ‌্য তাড়ায় তামিম পেয়েছেন ফিফটির স্বাদ। ১৬তম ওভারের শেষ বলে বরিশালের জয়ের জন্য লাগত ১ রান। তামিম তখন ৪৮ রানে। পেসার সুমন খানকে লং অনে উড়িয়ে চার পান তামিম।

মুশফিক সিঙ্গেল নেওয়ার জন‌্য দৌড় দিলেও তাকে আটকে দেন। মুশফিক ক্রিজের অর্ধেক চলে আসলে ১ রান কাউন্ট হতো। বলটি সীমানা অতিক্রম করায় তামিম পেয়েছেন এবারের আসরের তৃতীয় ফিফটি। ৫১ বলে ৫২ রান করেন ৬ বাউন্ডারিতে।

এছাড়া মুশফিকুর রহিম ৩০ বলে ৪২ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। এর আগে তাওহীদ হৃদয় ৬ ও ডেভিড মালান ৯ রানে আউট হন।

টানা চার জয়ে বিপিএলের শিরোপাধারীরা রয়েছে দারুণ ছন্দে। প্লে’অফের আগে এমন ছন্দ নিশ্চিতভাবেই খুঁজে পেতে চেয়েছিল তামিমের দল।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ