ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিনই সুপার ফোর নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল। বরিশালের শেষ চারে পা রাখার সঙ্গে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। 

রোববারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ বল থাকতে ১১৬ রানে অলআউট হয় সিলেট। দলটির পক্ষে আসান ভাট্টি ২৯ বলে সর্বোচ্চ ২৮ রান করেন। জাকের আলী ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন। 

টপ অর্ডারের জর্জ মানসে, রনি তালুকদার ও জাকির হাসান ব্যর্থ হওয়ায় অল্প রানে অলআউট হয় সিলেট। জবাবে ২৪ বল থাকতে সহজে জয় তুলে নেয় বরিশাল। যদিও ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয় (৬) ও তিনে নামা ডেভিড মালান (৯) ব্যর্থ হন। 

বরিশালের হয়ে ব্যাট হাতে ম্যাচ জেতান অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তিনি ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তার নির্ভার ইনিংসে ছয়টি চারের শট ছিল। মুশফিক খেলেন ৩০ বলে ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চারের সঙ্গে একটি ছক্কা আসে।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা

আইপিএলের ২০২৫ আসরের প্রথম দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ সোমবার (৩১ মার্চ) তৃতীয় ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কলকাতা। কিন্তু অভিষিক্ত পেসার অশ্বিনী কুমারের বোলিং তোপে ১৬.২ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে কেকেআর।

অশ্বিনী ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। শুধু তাই নয়, অভিষেক ম্যাচে নিজের করা প্রথম বলেই তিনি আজিঙ্কা রাহানের উইকেট শিকার করেন। এরপর রিংকু সিং, মানিশ পান্ডে ও আন্দে রাসেলের উইকেট নেন তিনি।

দীপক চাহার ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, ভিনেশ পাথুর ও মিচেল স্যান্টনার।

আরো পড়ুন:

ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন ক্রিকেটাররা

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব

ব্যাট হাতে কলকাতার অঙ্গকৃষ রখুবংশী ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৬ রান করেন। রামানদীপ সিং ১২ বলে ১ চার ও ২ ছক্কায় করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। এছাড়া মানিশ পান্ডে ১৯, রিংকু সিং ১৭ ও আজিঙ্কা রাহানে করেন ১১ রান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা