সিলেটকে বিদায় করে শেষ চারে বরিশাল
Published: 26th, January 2025 GMT
ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিনই সুপার ফোর নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল। বরিশালের শেষ চারে পা রাখার সঙ্গে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের।
রোববারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ বল থাকতে ১১৬ রানে অলআউট হয় সিলেট। দলটির পক্ষে আসান ভাট্টি ২৯ বলে সর্বোচ্চ ২৮ রান করেন। জাকের আলী ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন।
টপ অর্ডারের জর্জ মানসে, রনি তালুকদার ও জাকির হাসান ব্যর্থ হওয়ায় অল্প রানে অলআউট হয় সিলেট। জবাবে ২৪ বল থাকতে সহজে জয় তুলে নেয় বরিশাল। যদিও ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয় (৬) ও তিনে নামা ডেভিড মালান (৯) ব্যর্থ হন।
বরিশালের হয়ে ব্যাট হাতে ম্যাচ জেতান অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তিনি ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তার নির্ভার ইনিংসে ছয়টি চারের শট ছিল। মুশফিক খেলেন ৩০ বলে ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চারের সঙ্গে একটি ছক্কা আসে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
৭৩ রানে অলআউটের লজ্জা ঢাকার
বিপিএলের প্রথম পর্বে ঢাকায় কোন ম্যাচই জিততে পারেনি ঢাকা ক্যাপিটালস। সিলেট ও চট্টগ্রাম পর্বে ৩ ম্যাচে জয় পাওয়া ক্যাপিটালস ঢাকায় ফিরে আবারো পুরনো দলে পরিণত হয়েছে। বুধবার ফরচুন বরিশালের বিপক্ষে লিটন দাস, তানজিদ তামিমদের দল মাত্র ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয়েছে।
বিপিএলের ইতিহাসে যা ১১তম সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা। এর আগে ২০১৬ সালে রংপুরের বিপক্ষে খুলনা ৪৪ রানে অলআউট হয়েছিল। ৭২ রানের মধ্যে অলআউটের ঘটনা আছে আরও নয়টি।
ঢাকা গ্রুপ পর্বে নিজেদের ১১তম ম্যাচে এদিন মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে। দুই ওপেনার লিটন ও তানজিদ ইনিংসে তৃতীয় ওভারে দলের ১৩ রানে ফিরে যান। উইকেট পড়ার ওই ধারা আর বন্ধ হয়নি। ৪১ রানে ৭ উইকেট হারিয়ে দলটি সর্বনিম্ন রানে অলআউটের শঙ্কায় পড়ে যায়।
শেষ দিকে থিসারা পেরেরা ১৫ ও রানসফোর্ড বেটন ১০ রান করে রানটাকে ৭০ এর ঘরে নিয়ে যান। ঢাকা ক্যাপিটালসকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন দুই স্পিনার মোহাম্মদ নবী ও তানভীর ইসলাম। তারা শুরুর দিকের ৬ উইকেট তুলে নেন। ওপেনার তানজিদকে ফেরানো ফাহিম আশরাফ আউট করেন ৩ ব্যাটারকে।