গণপিটুনি দিয়ে ৫ অপহরণকারীকে পুলিশে সোপর্দ
Published: 26th, January 2025 GMT
গোপালগঞ্জে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রামে ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষযটি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের মৃত সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭), মৃত তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিব আহম্মেদ বলেন, “কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ দেয় গ্রামবাসী। আজ দুপুরে এব যুবককে মারধর করে মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে খবর আসে। কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে ডোমরাশুর গ্রামের পোদ্দারবাড়ির পশ্চিম পাশের মোবাইল টাওয়ারের নিচে যায়। এসম এক যুবককে মারধর করতে দেখা যায়। পরে ধাওয়া করে পাঁচ জনকে আটক করতে পারলেও দলটির আরো ৮ সদস্য পালিয়ে যায়। আটককৃতদের পুলিশে দেওয়া হয়েছে।”
আরো পড়ুন:
মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সদস্যকে গণপিটুনি
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, “ডোমরাশুর গ্রামে এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে দুর্গাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদসহ কয়েকজন যুবক যায়। এসময় তারা ধাওয়া করে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক করেন। অভিযুক্তদের গণপিটুনি দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে আটক করে।
তিনি আরো বলেন, “আটকতৃকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা কয়েকটি অপহরণের সঙ্গে জড়িতে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।”
ঢাকা/বাদল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর আটক অপহরণ গণপ ট ন ম রধর য বকক সদস য
এছাড়াও পড়ুন:
লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এমন তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, লিবিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণ দাবিতে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সিআইডি এই তদন্ত শুরু করে। পরবর্তীতে উদ্ধার হওয়া বাংলাদেশি ও গ্রেপ্তারদের আল-গিরান থানায় হস্তান্তর করা হয়।
এদিকে বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছে।