সমন্বয়ককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার ভাগনে গ্রেপ্তার
Published: 26th, January 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হাসিবুল ইসলাম ওরফে সাব্বির (২৭) নামে তরুণকে গ্রেপ্তার করা হয়।
হাসিবুলকে উপজেলার বক্তারপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনির ভাগনে এবং একই গ্রামের বাসিন্দা।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে সমন্বয়ক ইব্রাহিমকে আহত করা হয়। এ ঘটনায় তিনি শুক্রবার থানায় মামলা করেন। এতে ছাত্রলীগ নেতা শাকিল হোসেন ও রিফাত হোসেনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঘটনার পর থেকে ঈশ্বরদী থানা ও ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান শুরু করে। একপর্যায়ে প্রধান আসামি শাকিলের অন্যতম সহচর হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সমন বয়ক গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব