ফাহিম আশরাফের তোপে আসা যাওয়ার মিছিলে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। তার ফাইফারের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে কীর্তি গড়েন মোহাম্মদ নবী।

রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বরিশাল-সিলেট। টস জিতে ব্যাটিং করতে নেমে ১৮.

১ ওভারে ১১৬ রানে অলআউট হয় সিলেট।

৩.১ ওভারে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন ফাহিম আশরাফ। এ ছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী-জেমস ফুলার। বিপিএলে নবীর উইকেট সংখ্যা ৭৪টি। বিদেশিদের মধ্যে এটি সর্বোচ্চ। ৭৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আসেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।

আরো পড়ুন:

বিপিএল নিয়ে ‘সিরিয়াস বিসিবি’, ৭ ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির ডাক 

শেষ গন্তব্যে বিপিএল

সিলেটের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আহসান ভাটি। ২টি ছক্কা ও ১টি চারে ২৯ বলে এই রান করেন ভাটি। ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী। ১টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান জাকের। এ ছাড়া আরিফুল হক ১২ ও তানজীম হাসান সাকিব ১৩ রান করেন।

ব্যাটিং করতে নেমে শুরুতেই হোচট খায় সিলেট। পাওয়ার প্লে শেষের আগেই ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পুরো আসরজুড়ে ধুঁকতে থাকা দলটি। 

ঢাকা/রিয়াদ/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ন কর ন ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। ১৯৫২ সালের এই দিনে দেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আন্দোলন-সংগ্রামে ছাত্র ইউনিয়ন গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। 

বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 

দিনটি উপলক্ষে আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে দেশব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ