জিতলেই প্লে-অফ নিশ্চিত, এমন সমীকরণে দুপুরে টসে হেরে ফিল্ডিংয়ে নামে ফরচুন বরিশাল। তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। বরিশালের বোলারদের তোপে তাদের ইনিংস থেমে যায় মাত্র ১১৬ রানে। 

সিলেটের ইনিংসের শুরুটাই ছিল হতাশাজনক। দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানে জর্জ মুনসের উইকেট হারিয়ে তারা চাপে পড়ে। পাওয়ার-প্লেতে ৩৪ রান তুলতে গিয়েও টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারায় সিলেট। জর্জ মুনসে, রনি তালুকদার, জাকির হাসান ও কাদিম এলেইনের মধ্যে কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাদিম ফিরেছেন কোনও রান না করেই। 

নাহিদুল ইসলামও মাত্র ৮ রান করে আউট হন ফাহিম আশরাফের বলেই। পঞ্চাশের আগেই সিলেট ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর আহসান ভাট্টি এবং জাকের আলীর ব্যাটে কিছুটা রান সংগ্রহ করে সিলেট একশ পেরিয়ে যায়। তবে তারা শেষ পর্যন্ত ১১৬ রানে অলআউট হয়ে যায়, ১১ বল আগেই ইনিংস শেষ হয়।

বরিশালের পক্ষে ফাহিম আশরাফ নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবি ও জেমস ফুলার দুটি করে উইকেট শিকার করেছেন। রিশাদ হোসেনও এক উইকেট নেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা

আইপিএলের ২০২৫ আসরের প্রথম দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ সোমবার (৩১ মার্চ) তৃতীয় ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কলকাতা। কিন্তু অভিষিক্ত পেসার অশ্বিনী কুমারের বোলিং তোপে ১৬.২ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে কেকেআর।

অশ্বিনী ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। শুধু তাই নয়, অভিষেক ম্যাচে নিজের করা প্রথম বলেই তিনি আজিঙ্কা রাহানের উইকেট শিকার করেন। এরপর রিংকু সিং, মানিশ পান্ডে ও আন্দে রাসেলের উইকেট নেন তিনি।

দীপক চাহার ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, ভিনেশ পাথুর ও মিচেল স্যান্টনার।

আরো পড়ুন:

ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন ক্রিকেটাররা

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব

ব্যাট হাতে কলকাতার অঙ্গকৃষ রখুবংশী ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৬ রান করেন। রামানদীপ সিং ১২ বলে ১ চার ও ২ ছক্কায় করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। এছাড়া মানিশ পান্ডে ১৯, রিংকু সিং ১৭ ও আজিঙ্কা রাহানে করেন ১১ রান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা