ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করছে থাইল্যান্ড। আগামী ১ মে থেকে থাইল্যান্ড ভ্রমণকারীদের অবশ্যই ‘ডিজিটাল ল্যান্ডিং কার্ড’ ফরম পূরণ করতে হবে। পাতায়া মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থল, আকাশ এবং সমুদ্র পথে থাইল্যাণ্ড ভ্রমণ করার আগে সকল পর্যটকের জন্য এটি প্রযোজ্য হবে। তাদের সবাইকে টিএম৬ নামে এই ‘ডিজিটাল ল্যান্ডিং কার্ড’ ফরম পূরণ করতে হবে অনলাইনে।
এই ফরম পূরণ করার জন্য জন্য কোনো অর্থ দিতে হবেনা। ডিজিটাল টিএম৬ ফরম পূরণে ভ্রমণকারীর ব্যক্তিগত ও ভ্রমণতথ্য দিতে হবে। এ ছাড়া পাসপোর্টের তথ্য এবং থাই ঠিকানাও দিতে হবে ওই ফরমে।
এসব তথ্য আগে ম্যানুয়াল টিএম৬ ফরম পূরণের মাধ্যমে সংগ্রহ করা হতো। পরবর্তীতে এটি বাতিল করা হয়।আগামী ১ মে থেকে ডিজিটালি তা চালু করছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।
৯৩টি দেশের পর্যটক যারা বর্তমানে কোনো ফরম ছাড়াই থাইল্যান্ডে টানা ৬০ দিন অবস্থান করার সুবিধা পান, তাদেরকে ভ্রমণের আগে অনলাইনে টিএম৬ ফরম পূরণ করতে হবে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিতে টানা নয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শুক্রবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন ৯ দিন বন্ধের বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ভারত, নেপাল ও ভূটানের মধ্যে টানা ৯ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদ উদযাপনের জন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ এলাকায় চলে যাবেন। অন্যদিকে আমদানিকারকরা ঈদের ছুটি পাচ্ছেন, ফলে এই সময়ে কোনো পণ্য খালাস করা হবে না। আবার আগামী ৬ এপ্রিল বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসা কার্যক্রম চালু করা হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফিরোজ কবীর জানান, ঈদের ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত ভ্রমণকারীদের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক থাকবে।