সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়
Published: 26th, January 2025 GMT
শনিবার (২৫ জানুয়ারি,২০২৫) অবনমন অঞ্চলে থাকা ইপসউইচ সিটির বিপক্ষে হেসেখেলে ৪-১ ব্যবধানে জিতল লিভারপুল। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ‘অল রেডদের’ শীর্ষ স্থান আরও মজবুত হলো। আপাত দৃষ্টিতে দেখলে আর তেমন আর বিশেষ কিছুই নেই এই ৯০ মিনিটে। তবে এই ম্যাচে ১টি গোলের দেখা পেয়েছেন ‘অল রেড’ তারকা মোহাম্মদ সালাহ। আর তাতেই এই মিশরীয় ছুঁয়ে ফেললেন লিভারপুলের জার্সিতে ভিন্নরকম এক ‘একশ’ গোলের মাইলফলক।
রোমা থেকে ২০১৭ সালের জুলাইয়ে লিভারপুলে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৩৮১ ম্যাচে ২৩৪ গোল করেছেন সালাহ; করিয়েছেন আরও ১০৫টি। শততম গোল তো তাহলে বহু আগেই এসেছে এই রাইট উইঙ্গারের! মূলত শনিবার রাতে ‘প্রিমিয়ার লিগের ম্যাচের হিসেবে’ লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ১০০ গোলের দেখা পেয়েছেন সালাহ! এই মিশরীয় চলমান মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩২ ম্যাচে ২৩ গোল এবং ১৭ অ্যাসিস্ট করেছেন।
‘অল রেড’দের জয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো। আর একটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাই।
আরো পড়ুন:
ইউরোপিয়ান মঞ্চে সালাহর বিশেষ ‘ফিফটি’
পিএসজিতে যাবেন সালাহ!
খেলা শুরু ১১ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন দমেনিক সোবোসলাই। ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ডাচ ফরোয়ার্ড হাকপোর ক্রসে লাফিয়েও বলের নাগাল পাননি সোবোসলাই। দূরের পোস্টে বল পেয়ে যান অরক্ষিত সালাহ। গতিময় শটে ইপসউইচ গোলরক্ষক ক্রিস্টিয়ান ওয়াল্টনকে পরাস্ত করেন তিনি। আর তাতেই তার অ্যানফিল্ডে গোলের ‘সেঞ্চুরি’ হয়ে যায়।
বিরতিতে যাওয়ার ঠিক আগে (৪৪ মিনিটে) কোডি গাকপো তৃতীয় গোলটি করেন। আর এই ডাচ ফরোয়ার্ড ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটা করে ইপসউইচের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন। ম্যাচের একদম শেষে একটি গোল শোধ করে অতিথি দলটি।
ম্যাচ শেষে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেন, “আমরা আক্রমণাত্মক এবং প্রাধান্য বিস্তারকারী ছিলাম। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত (ইপসউইচ) আমাদের অর্ধে খুব একটা আসতেই পেরেনি। অবশ্যই কর্নার থেকে গোল হজম করাটা আমাদের যন্ত্রণা দিচ্ছে। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের পারফরম্যান্স ছিল নিখুঁত।”
২২ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৫৩। একই রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে ১০ জনের আর্সেনালও। উলভসের বিপক্ষে ১-০ গোলের জয়ে দুই নম্বরে থাকা গানারদের সংগ্রহ ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল কর ছ ন
এছাড়াও পড়ুন:
চীনের ভারতীয় ভূখণ্ড দখল ও যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা রাহুল গান্ধীর
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কঠোর সমালোচনা করেছেন। সীমান্তে চীনের ‘চার হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড’ দখলে নেওয়া এবং ‘মিত্র’ যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তিনি লোকসভায় এই সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কারণে ভারতের অর্থনীতি ‘সম্পূর্ণ বিপর্যস্ত’ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা।
আজ বৃহস্পতিবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, পরিকল্পিত অভিযানের [জিরো আওয়ার] মাধ্যমে চীন ‘আমাদের ভূখণ্ডের’ চার হাজার বর্গকিলোমিটারের বেশি ভূমি দখলে নিয়েছে। এটা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়।’
রাহুল বলেন, ‘আমাদের পররাষ্ট্রসচিবকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কেক কাটতে দেখে আমি হতবাক।...অথচ চীনে আমাদের চার হাজার বর্গকিলোমিটার দখল করে নিয়েছে। এটা সবার জানা কথা।’
রাহুল গান্ধী বলেন, ‘এই [চীনের দখল করে নেওয়া] ভূখণ্ডে আসলে কী ঘটছে, সেটাই আমার জিজ্ঞাসা।...২০ জন জওয়ান শহীদ হয়েছেন। [চীনা রাষ্ট্রদূতের সঙ্গে] কেক কেটে তাঁদের প্রাণদান উদ্যাপন করা হয়েছে! আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি না। স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার আগে সমমর্যাদা ফিরিয়ে আনতে হবে। আমাদের ভূমি অবশ্যই ফেরত আনতে হবে।’
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয়ে চীনা সরকারের কাছে চিঠি লিখেছেন। এই বিষয়টি ভারতের মানুষ চীনের রাষ্ট্রদূতের কাছ থেকে জানতে পেরেছে।
কংগ্রেস নেতা বলেন, ‘বহির্বিশ্বের সঙ্গে বিভিন্ন বিষয় মিটমাট করাটাই পররাষ্ট্রনীতির কাজ।...আপনারা চীনের কাছে ভূমি দিয়ে দিয়েছেন।...হঠাৎ করে আমাদের মিত্রদেশ আমাদের ওপর শুল্ক আরোপ করল, যা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করতে যাচ্ছে। আমাদের গাড়ি, ওষুধ ও কৃষিশিল্প সব বিপর্যয়ের মুখে।’
গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে পাল্টা শুল্কারোপ করেছেন। ভারতের ওপর আরোপ করা হয়েছে ২৭ শতাংশ শুল্ক। চীনের ওপর আরোপ করা হয়েছে ৩৪ শতাংশ। ভিয়েতনামের ওপর আরোপ করা হয়েছে ৪৬ শতাংশ। চীন ও ভিয়েতনাম উভয়েই যুক্তরাষ্ট্রে শীর্ষ রপ্তানিকারক দেশ।
লোকসভার ট্রেজারি বেঞ্চ থেকে রাহুল গান্ধীর অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ঠাকুর অভিযোগ করে বলেন, কংগ্রেসের আমলেই সীমান্তে ভারতের ভূখণ্ড দখল করেছিল চীন। রাহুল গান্ধী যেসব অভিযোগ করেছেন, তা [ভারতের প্রথম প্রধানমন্ত্রী] পণ্ডিত জওহরলাল নেহরুর নীতির কারণেই ঘটেছে।
অন্যদিকে রাজীব গান্ধী ফাউন্ডেশন চীন থেকে তহবিল নিয়েছিল অভিযোগ করে ঠাকুর বলেন, ‘আপনারা কেন চীন থেকে তহবিল সংগ্রহ করেছিলেন, এখনো সেটার ব্যাখ্যা দেননি।’