Samakal:
2025-04-29@03:06:20 GMT

টুয়েলভে চলছে বিশেষ মূল্যছাড়

Published: 26th, January 2025 GMT

টুয়েলভে চলছে বিশেষ মূল্যছাড়

শীত ও গ্রীষ্মকালীন পোশাকে ৫০ শতাংশ মূল্যছাড় দিয়েছে টুয়েলভ ক্লদিং। দেশের ৪১ আউটলেটের পাশাপাশি টুয়েলভের ই-কমার্সে এই মূল্যছাড় উপভোগ করা যাবে। নারী, পুরুষ এবং শিশুদের আকর্ষণীয় সবধরণের পোশাকের দারুণ এক ফ্যাশনেবল কালেকশন সাজিয়েছে টুয়েলভ। এছাড়া, নীট, জ্যাকেটের পাশাপাশি টুপিস, থ্রিপিস, ফরমাল কিংবা পাঞ্জাবীতেও তরুণ প্রজন্মের পছন্দ এই টুয়েলভ। তারা কেনাকাটায় এই মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টিসিবির সম্মাননা পেল রূপালী ব্যাংক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। গত বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

জানা যায়, টিসিবির খাদ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে থাকে রূপালী ব্যাংক। এ জন্য ব্যাংকটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ