ফের ঢাকায় ফিরেছে বিপিএল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক আরিফুল হক।  

চট্টগ্রাম পর্বে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি তানজিম হাসান সাকিব, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং সিলেট স্ট্রাইকার্সের একাদশে ফিরে এসেছেন। তার পরিবর্তে বাদ পড়েছেন সামিউল্লাহ শেনওয়ারি। রিস টপলির জায়গায় পাকিস্তানের আহসান ভাট্টি একাদশে সুযোগ পেয়েছেন, আর নিহাদ উজ জামানের বদলে অফ স্পিনার নাহিদুল ইসলাম সুযোগ পেয়েছেন। বরিশালের একাদশেও দুটি পরিবর্তন হয়েছে।  

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, কাদিম অ্যালিইনে, সুমন খান, আহসান ভাট্টি, রুয়েল মিয়া, তানজিম হাসান সাকিব এবং নাহিদুল ইসলাম।  

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মালান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিপন মণ্ডল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবি, তাইজুল ইসলাম এবং জেমস ফুলার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

ভারতনিয়ন্ত্রত কাশ্মিরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার (২৫ এপ্রিল) ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক এক্স পোস্টে এ প্রস্তাব দেন। খবর সামা টিভির।

এক্স পোস্টে আরাগচি লেখেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরোনো সাংস্কৃতিক সভ্যতায় নিহিত। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।’

তিনি আরও লেখেন, ‘ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই।’

আরো পড়ুন:

ভারত-পাকিস্তান পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে: জাতিসংঘ

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন আব্বাস আরাগচি। যেখানে বলা হয়েছে, মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যদের অস্বস্তিও রয়ে যাবে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত।

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত। পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল  এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে, সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় এবং ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়।

ভারতের জলশক্তিমন্ত্রী শুক্রবার বলেন, সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানায়, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় জবাব দেবে।

ইরানের মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ