প্লে-অফ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল
Published: 26th, January 2025 GMT
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে ফরচুন বরিশাল। এক ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শেষ চার। এমন লক্ষে রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বরিশাল-সিলেট।
এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে প্লে-অফ থেকে এক প্রকার ছিটকে যাওয়া চায়ের দেশ সিলেটের অধিনায়ক আরিফুল হক । আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তামিম ইকবালের বরিশালের ফিল্ডিংয়ে অবশ্য কোন সমস্যা নেই ।
এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র দুটি জয় সিলেটের। বরিশালের বিপক্ষেসহ বাকি থাকা টানা তিন ম্যাচ জিতলে দলটি পয়েন্ট হবে ১০। তখনো অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে প্লে অফে যাওয়া না যাওয়ার বিষয়টি।
সিলেট একাদশ:
আরিফুল হক (অধিনায়ক) জর্জ মুনশে, কাদেম অ্যালাইন, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সামিউল্লাহ শিনওয়ারি, রুয়েল মিয়া, নাহিদ ইসলাম, আহসান ভাটি ও সুমন খান।
বরিশাল একাদশ:
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ডেবিড মালান, মুশফিকুর রহিম, রিপন মণ্ডল, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জেমস ফুলার, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী ও তাইজুল ইসলাম।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।