আরও এক বিদেশি তারকাকে হারাল সিলেট
Published: 26th, January 2025 GMT
সিলেট স্ট্রাইকার্সের জন্য চ্যালেঞ্জ যেন দিন দিন বেড়েই চলেছে। খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে পরাজয়ের পর দলীয় সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অধিনায়ক অরিফুল হক। চোটে জর্জরিত স্কোয়াড নিয়ে তিনি বলেছিলেন, ‘আমাদের এখন ১১ জন খেলোয়াড় জোগাড় করাই কঠিন হয়ে যাচ্ছে। ভাঙাচোরা দল নিয়েই খেলতে হচ্ছে।’
ঢাকা পর্বে মাঠে নামার আগে সেই সংকট আরও ঘনীভূত হলো। এবার দলটি হারিয়েছে ইংলিশ পেসার রিস টপলিকে। হাঁটুর গুরুতর চোটের কারণে শনিবার রাতে তিনি ফিরে গেছেন ইংল্যান্ডে। সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, টপলির ডান হাঁটুতে ‘হাইপারএক্সটেনশন ইনজুরি’ হয়েছে। এছাড়া তার হ্যামস্ট্রিং ও কুঁচকিতেও ব্যথা রয়েছে।
টপলির বিদায়ে সিলেটের একাদশ সাজানো আরও কঠিন হয়ে পড়েছে। এর আগে চোটের কারণে বাইরে চলে গেছেন তারকা পেসার তানজিম হাসান সাকিব ও রাকিম কর্নওয়েল। দলের তিন উইকেটকিপারই চোটে ভুগছেন। সবশেষ ম্যাচের আগে চোট পান নাহিদুল ইসলামও।
চোট সমস্যার পাশাপাশি বিপিএলে নিজেদের পারফরম্যান্সেও ভালো অবস্থানে নেই সিলেট। ৯ ম্যাচে মাত্র ২ জয়ে দলটি রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। যদিও খাতা কলমে এখনও প্লে-অফের সম্ভাবনা রয়েছে, তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে বাকি তিন ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।