টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনীর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণির যাওয়ার কথা ছিল। তবে তার আগমন ঘিরে শুরু হয় বিতর্ক। বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা। অবশেষে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

এ বিষয়ে শুরু থেকেই নীরব ছিলেন পরীমণি। অবশেষে নীরবতা ভাঙলেন নায়িকা। শনিবার রাতে এক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন তিনি।

পরীমণি লেখেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!

দুটি ঘটনা টেনে পরীমণি লেখেন, মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর.

..এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি প্রসাধনী ব্যান্ডের উদ্বোধন করার কথা ছিল পরীমণির। তবে বিষয়টি নিয়ে গত দুই-তিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। পরীমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয় এ ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের শর্তাবলি হঠাৎ পরিবর্তন করল মজিলা, কেন

গত সপ্তাহে নিজেদের তৈরি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের শর্তাবলি হালনাগাদ করেছে মজিলা। নতুন শর্তাবলির একটি অংশে বলা হয়েছে, ব্যবহারকারীরা ফায়ারফক্সের মাধ্যমে কোনো তথ্য অনলাইনে আপলোড করলেই সেটি ব্যবহারের জন্য মেধাস্বত্বহীন বৈশ্বিক লাইসেন্স দিয়ে থাকেন, যা ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা উন্নত করতে সহায়তা করে। তবে এই শর্ত নিয়ে শুরু থেকেই ব্যবহারকারীদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে অবশেষে শর্তটি পরিবর্তন করেছে মজিলা।

ফায়ারফক্স ব্যবহারকারীদের অভিযোগ, গত সপ্তাহে প্রকাশিত নতুন শর্তাবলির মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে তথ্যের মালিকানা সংগ্রহ করছে মজিলা। এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর অবশেষে বিতর্কিত শর্তটি পরিবর্তন করা হয়েছে।

ফায়ারফক্স ব্রাউজারের সংশোধিত শর্তাবলিতে বলা হয়েছে, ব্যবহারকারীরা ফায়ারফক্সের মাধ্যমে কোনো তথ্য অনলাইনে আপলোড করলেই সেটি ব্যবহারের জন্য মেধাস্বত্বহীন বৈশ্বিক লাইসেন্স দিয়ে থাকেন। তবে, এটি মজিলাকে ওই তথ্যের ওপর কোনো মালিকানা দেবে না।

এক ব্লগ বার্তায় মজিলা জানিয়েছে, ব্যবহারকারীদের উদ্বেগের বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে লাইসেন্স–সংক্রান্ত ধারাগুলো। আমাদের উদ্দেশ্য ছিল, ফায়ারফক্স কীভাবে কাজ করে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা। তবে এতে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই আমরা শর্তাবলিতে পরিবর্তন এনেছি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ