ঢাকা পর্বে বরিশালের পরিকল্পনা জানালেন নবি
Published: 26th, January 2025 GMT
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের এবারের বিপিএল যাত্রার মূল লক্ষ্য শিরোপা ধরে রাখা। তবে এ পথ মোটেও সহজ নয়। প্রতিটি ধাপে মনোযোগ দিয়ে এগোতে হবে। গ্রুপ পর্ব পেরিয়ে প্লে-অফ এবং সেখান থেকে ফাইনাল-এই ধাপে ধাপে লক্ষ্য পূরণের পরিকল্পনায় এগোচ্ছে দলটি।
দলটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি মিরপুর একাডেমি মাঠে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান বরিশালের বর্তমান লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বলেন, ‘আমাদের এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে। আমাদের মূল লক্ষ্য এই ম্যাচগুলো জিতে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করা।’
তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফের খুব কাছাকাছি। শীর্ষ দুইয়ে থাকার সুবিধা নিয়ে নবি বলেন, ‘প্লে-অফ ফরম্যাটের কারণে সেরা দুইয়ে থাকা খুব গুরুত্বপূর্ণ। শীর্ষ দুইয়ে থাকা মানে প্লে-অফে একটি ম্যাচ জিতেই সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত করা। ঠাসা সূচিতে একটি ম্যাচ কম খেলার সুযোগ যে কোনো দলের জন্য বড় স্বস্তি।’
দলীয় কৌশলের অন্যতম প্রধান দিক হিসেবে সঠিক কম্বিনেশন খুঁজে বের করার ওপর জোর দেন নবি। তিনি বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব কম্বিনেশন থাকে। কেউ আসছে, কেউ যাচ্ছে। আমাদেরও লিগ পর্বের বাকি চার ম্যাচের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে এবং প্লে-অফের জন্য সেরা কম্বিনেশন গড়তে হবে। এটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি ম্যাচের জন্য সঠিক পরিকল্পনা করাটা আমাদের জন্য জরুরি।’
তিনি আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্টে প্রতিটি খেলোয়াড়ই তাদের দেশের প্রতিনিধিত্ব করছে এবং জয়টাই সবার লক্ষ্য। আমাদেরও সেই একই প্রক্রিয়া ধরে রাখতে হবে। প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে সমকালকে এই তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।
নিহত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক ছিলেন।
খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় শিক্ষক দিদারুল হক বাইরে থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। তখন বিকট শব্দ একটি বজ্রপাতের শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে মাদ্রাসার মাঠে গিয়ে দিদারুল হকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন ,বজ্রপাতে দিদারুল হক নামে একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়। স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ রাতেই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।