ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা: পরীমণি
Published: 26th, January 2025 GMT
টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনপণ্যের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের আপত্তির কারণে টাঙ্গাইলে যেতে পারেননি তিনি। এ ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শনিবার (২৬ জানুয়ারি) রাতে পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, “এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে?”
পরীমণি অনিরাপধ বোধ করছেন। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “অনিরাপধ অনুভব করছি! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্তার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?”
আরো পড়ুন:
‘আমি নামেই পরী, আমার জীবন পরীদের মতো নয়’
আমার প্রেম হলে অনেকের মনটা ভেঙে যায়: পরীমণি
প্রশ্ন ছুড়ে দিয়ে পরীমণি বলেন, “কি বলার আছে আর…। এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখনো হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”
পরীমণির এ পোস্ট নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার রাত ১০টা ৩১ মিনিটে দেওয়া স্ট্যাটাসে এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। মন্তব্য জমা হয়েছে প্রায় ৫৪ হাজার। শেয়ার হয়েছে সাড়ে ৬ হাজারের বেশি।
জানা যায়, পরীমণির টাঙ্গাইল যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুববিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুকে একটি পোস্ট দেন। পরে শরিফুল ইসলাম নামে একজন আয়োজকদের ফোন করে জানান, তারা পরীমণিকে এনে অনুষ্ঠান করতে দেবেন না।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইতালিপ্রবাসী দুই তরুণ নিহত
চাঁদপুর শহরের পুরানবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ইতালিপ্রবাসী দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ১০টায় পুরানবাজার গার্লস স্কুলের সামনে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন পুরানবাজার মেরকাটিজ রোডের মো. আবদুস সালাম দেওয়ানের ছেলে ইতালিপ্রবাসী অভি দেওয়ান (১৭) ও তাঁর খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (১৮)। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
পুরানবাজার এলাকার প্রত্যক্ষদর্শী শিপন খান বলেন, মেরকাটিজ রোডের অভি দেওয়ান ও তাঁর খালাতো ভাই শরীয়তপুরের নিলয় দুজন ইতালিতে থাকেন। রোজা ও ঈদের ছুটি কাটাতে গত ১১ ফেব্রুয়ারি অভি দেওয়ান ও ১৮ ফেব্রুয়ারি নিলয় দেশে আসেন। গতকাল রাত সোয়া ১০টায় তাঁরা দুজন একটি মোটরসাইকেল নিয়ে শহরের নতুন বাজার যাচ্ছিলেন। এ সময় গার্লস স্কুলে কাছে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে যান। ঘটনাস্থলে অভির মৃত্যু হয়। নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।