তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে পারলে যুক্তরাষ্ট্র অনেক বড় পুরস্কার ঘোষণা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রুবিও কথা জানান।

রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এইমাত্র শুনলাম, তালেবান যতজনের কথা বলেছে, তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে। যদি এটি সত্যি হয়, তবে আমরা তৎক্ষণাৎ তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অনেক বড় পুরস্কার ঘোষণা করব। সেটা এমনকি আমরা বিন লাদেনের ওপর যে পুরস্কার ঘোষণা করেছিলাম, তার থেকে বড় হবে।’ খবর- রয়টার্স।

ওই পোস্টে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি বা কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দী আছেন, সে বিষয়েও আর কিছু বলা হয়নি।

গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে বলা হয়, আফগানিস্তানে বন্দী দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সে দেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে। মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই আফগানকে দোষী সাব্যস্ত করেছিল।

ওই ব্যক্তির নাম খান মোহাম্মদ। গত মঙ্গলবার আফগান কর্মকর্তারা বলেছিলেন, খান মোহাম্মদ কাবুলে ফিরেছেন। তালেবান প্রশাসনের একজন মুখপাত্র দুই আমেরিকানকে মুক্তির খবর নিশ্চিত করেছেন।

তাদের একজন রায়ান করবেট। তার পরিবার থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২২ সাল থেকে তালেবানের হাতে জিম্মি ছিলেন করবেট।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো মুক্তি পাওয়া অন্য আমেরিকানের নাম উইলিয়াম ম্যাককেন্টি বলে জানিয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে তালেবান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফগ ন

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’

আরো পড়ুন:

ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’

‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • আশাশুনিতে মদপানে তিন যুবকের মৃত্যু, অসুস্থ ৯  
  • চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু
  • আমার অ্যালার্জির সমস্যা আছে, কী করি?
  • শাকিবের ‘বরবাদ’ দেখে কী বলছেন দর্শকরা?
  • গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র
  • কটিয়াদীতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • সব কাজ সামলে নিজেদের স্বাস্থ্যের জন্য সময় বের করা কঠিন, মুটিয়ে যাওয়ার সমস্যায় অনেক নারী
  • কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলী
  • টিভি পর্দায় ‘তুফান’
  • ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১