যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে স্টারমার এখন পর্যন্ত ‘খুব ভালো কাজ করেছেন’ বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের মধ্যে ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের বিমান বোর্ড এয়ার ফোর্স ওয়ানের প্রেস রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিবিসির প্রশ্নের জবাবে এসব বলেছেন ট্রাম্প।
সংবাদমাধ্যমটিকে ট্রাম্প আরও বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফোনে কথা বলবেন উভয় নেতা।
আরো পড়ুন:
নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
বিবিসির তথ্যানুসারে, স্টারমার এবং ট্রাম্পের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প-স্টারমার এর আগে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন, যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে কিয়ার স্টারমারের একটি সফরও রয়েছে।
তবে ধনকুবের ও ট্রাম্পের মিত্র ইলন মাস্ক স্টারমারের ব্যাপারে বেশ সমালোচনামূলক অবস্থান নিয়েছেন এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি বারবার আহ্বান জানিয়েছেন।
স্যার কিয়ারের বিষয়ে ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। তাকে আমি বেশ পছন্দ করি। তিনি উদারপন্থি, যা আমার থেকে একটু ভিন্ন, তবে আমি মনে করি, তিনি খুব ভালো মানুষ এবং এখন পর্যন্ত খুব ভালো কাজ করেছেন।”
ট্রাম্প আরো বলেন, “তিনি (কিয়ার স্টারমার) তার দেশের দর্শনকে প্রতিনিধিত্ব করেছেন। আমি হয়তো তার দর্শনের সঙ্গে একমত নই, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।”
দ্বিতীয় মেয়াদে প্রথম আন্তর্জাতিক সফরে কোথায় যেতে পারেন এ প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি সৌদি আরব হতে পারে, এটি যুক্তরাজ্যও হতে পারে। ঐতিহ্যগতভাবে এটি যুক্তরাজ্য হতে পারে।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গতবার আমি সৌদি আরব গিয়েছিলাম, কারণ তারা যুক্তরাষ্ট্রের ৪৫০ বিলিয়ন ডলারের পণ্য কেনার চুক্তি করেছিল।’
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক মেয়র সূচনার সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা রাজধানীর উত্তরা আবাসিক এলাকার জমিসহ একটি ফ্ল্যাট জব্দ এবং ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা আছে।
সোমবার (৩ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় তাহসীন বাহার সূচনার ১৪৭৪ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এর দাম ৩২ লাখ টাকা।
আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট ও জমি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখেন। তার ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তদন্তকালে আসামি তাহসীন বাহার সূচনার অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে, এখন পর্যন্ত যেসব সম্পদ পাওয়া গেছে, সেগুলো যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধি এবং মানিলভারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
ঢাকা/মামুন/রফিক