ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে গোল করেছেন ইওস্কো গাভারদিওল, আর্লিং হল্যান্ড এবং ফিল ফোডেন।  

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। তৃতীয় মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা। আবদুকোদির খুসানভের ভুলের সুযোগ নিয়ে চেলসির পক্ষে গোল করেন ননি মাদুয়েক। তবে ৪২তম মিনিটে ইওস্কো গাভারদিওলের হেড থেকে সমতায় ফেরে সিটি। কর্নার থেকে আসা বলটি দারুণভাবে জালে পাঠিয়ে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।  

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ৬৮ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলরক্ষক এডারসনের লম্বা পাস ধরে চেলসির ডিফেন্সকে ফাঁকি দিয়ে অসাধারণ এক গোল করেন আর্লিং হল্যান্ড।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে স্কোরলাইন ৩-১ করেন ফিল ফোডেন। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।  

এই জয়ের ফলে ২৩ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, হারের ফলে ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে চেলসি।  

লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল, ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল, আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ লস

এছাড়াও পড়ুন:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন এনসিপির নেতারা

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় দলটির নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ বলে স্লোগান দেন। পরে তারা বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ১ মিনিট নিরবতা পালন করেন এবং পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর দলীয় প্রথম কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এনসিপির নেতারা। 

আরো পড়ুন:

বিজয় দিবসে নিরাপত্তা ঝুুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি

জাতীয় স্মৃতিসৌধে ৪ উপদেষ্টার শ্রদ্ধা

এর আগে, সকাল ৭টা ৪৫ মিনিটে দুইটি দ্বিতল বাসসহ কয়েকটি গাড়িতে করে স্মৃতিসৌধে উপস্থিত হন নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির সদস্যরা। দ্বিতল বাস থেকে একে একে নামেন নাহিদ, হাসনাত, সারজিসসহ অন্যরা। এসময় দলটির স্থানীয় সমর্থক, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির শতাধিক সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর তারা ঢাকার রায়েরবাজারে ২৪ এর গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে রওনা হন।

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ