দুর্দান্ত প্রত্যাবর্তনে চেলসিকে হারিয়ে চারে সিটি
Published: 26th, January 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে গোল করেছেন ইওস্কো গাভারদিওল, আর্লিং হল্যান্ড এবং ফিল ফোডেন।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। তৃতীয় মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা। আবদুকোদির খুসানভের ভুলের সুযোগ নিয়ে চেলসির পক্ষে গোল করেন ননি মাদুয়েক। তবে ৪২তম মিনিটে ইওস্কো গাভারদিওলের হেড থেকে সমতায় ফেরে সিটি। কর্নার থেকে আসা বলটি দারুণভাবে জালে পাঠিয়ে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ৬৮ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলরক্ষক এডারসনের লম্বা পাস ধরে চেলসির ডিফেন্সকে ফাঁকি দিয়ে অসাধারণ এক গোল করেন আর্লিং হল্যান্ড।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে স্কোরলাইন ৩-১ করেন ফিল ফোডেন। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।
এই জয়ের ফলে ২৩ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, হারের ফলে ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে চেলসি।
লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল, ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল, আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: চ লস
এছাড়াও পড়ুন:
খুলনা জেলার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
খুলনা জেলার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৮৮১ সালের ২৫ এপ্রিল খুলনাকে জেলার মর্যাদা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দরনগরী ঐতিহ্যবাহী খুলনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রূপসা ও ভৈরব নদীর তীরে এর অবস্থান।
নদ-নদী বিধৌত হযরত খানজাহান আলীর (রহ.) স্মৃতি বিজড়িত সুন্দরবনের কোল ঘেঁষা অপরূপ এ জেলাটি লম্বা আকৃতির ও চৌকা ধরনের। দেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।
শুক্রবার (২৫ এপ্রিল) খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, খুলনা মেজবানী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শিববাড়ির মোড়ে আয়োজিত সমাবেশ উদ্বোধনের পর নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
খুলনার সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায়, ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা, ৪৩ হাজার ৫০০ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। এর আগে খুলনা ছিল যশোর জেলার মহকুমা।
ঢাকা/নুরুজ্জামান/টিপু