শরীয়তপুরের জাজিরায় মিলন বেপারী (৫৫) নামের একজনকে ডিবি পরিচয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ডিবি পরিচয় কিছু লোক মিলন বেপারীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা মিলনকে কিছু লোকের নাম জিজ্ঞেস করেন। মিলন চেনেন না জানালে তাকে থাপ্পড় দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিলন বেপারী শ্বাসকষ্টের রোগী ছিলেন।

নিহতের শ্যালক নিলয় পারভেজ লিটন বলেন, ‘‘ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে কিছু লোকের নাম জিজ্ঞেস করা হয়। দুলাভাই চেনেন না জানালে তাকে থাপ্পড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা ডিবি না ডাকাত বুঝতে পারছি না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’’

জাজিরা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, ‘‘ডিবি পরিচয় বাড়িতে প্রবেশ করে মিলন বেপারীকে থাপ্পড় দিলে তিনি মারা যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন।’’

ঢাকা/আকাশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’

আরো পড়ুন:

ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’

‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • আশাশুনিতে মদপানে তিন যুবকের মৃত্যু, অসুস্থ ৯  
  • চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু
  • আমার অ্যালার্জির সমস্যা আছে, কী করি?
  • শাকিবের ‘বরবাদ’ দেখে কী বলছেন দর্শকরা?
  • গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র
  • কটিয়াদীতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • সব কাজ সামলে নিজেদের স্বাস্থ্যের জন্য সময় বের করা কঠিন, মুটিয়ে যাওয়ার সমস্যায় অনেক নারী
  • কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলী
  • টিভি পর্দায় ‘তুফান’
  • ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১