বিচার না করলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না
Published: 25th, January 2025 GMT
সব অন্যায়ের বিচার দাবি করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার না হলে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না। আমরা বিচার দাবি করি, কিন্তু আইন কেউ হাতে তুলে নিক, এটা পছন্দ করি না। বিচার করতে গিয়ে অবিচার হোক, সেটাও আমরা পছন্দ করি না।
গতকাল শনিবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
সংখ্যালঘুদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনারা কখনোই নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। সংখ্যালঘু বলে বলেই আপনাদের ওপর এতদিন এত অত্যাচার হয়েছে। আপনারা আমাদের ভাইবোন। আমরা সহমর্মিতার সঙ্গে, গর্বের সঙ্গে এই বাংলাদেশে বসবাস করতে চাই।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের আদর্শ নেই, চরিত্রও নেই। যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না।
জামায়াত আমির আরও বলেন, তরুণ-যুবসমাজকে আমাদের বিরুদ্ধে ভুল বোঝানো হয়েছিল দীর্ঘদিন ধরেই। এখন তারা বুঝতে পেরেছে, এসব ছিল দেশবিরোধী ষড়যন্ত্র। এই যুবকদের শেখ হাসিনা গালি দিয়েছিলেন। সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন।
সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: র রহম ন
এছাড়াও পড়ুন:
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।