মহাসড়ক অবরোধ করে ছিনতাই বন্ধের দাবি
Published: 25th, January 2025 GMT
ছিনতাই বন্ধের দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন রোড এলাকায় অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে আধা ঘণ্টার বেশি সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। সোয়া ১২টার দিকে সরে যান বিক্ষোভকারীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কয়েক দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী এ মহাসড়কের টঙ্গী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলেই সাধারণ শিক্ষার্থীদের মহাসড়কে বিক্ষোভ করতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, না হলে শিক্ষার্থীরা মহাসড়কে নেমে কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে।
তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেন বলেন, গত ডিসেম্বরে ময়মনসিংহ থেকে তাঁর ভাই রাসেল বেড়াতে এসেছিলেন। টঙ্গী পূর্ব থানার সামনে ৫-৬ জন অল্প বয়সী ছেলে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে রাসেলের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। প্রায় দেড় মাস হয়ে গেল কোনো সংবাদ পাননি।
রহমত উল্লাহ বাবু নামের আরেক ব্যক্তি বলেন, ‘২২ জানুয়ারি সকাল ৮টার দিকে আমি টঙ্গী মেডিকেলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলাম। এ সময় কয়েকজন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে আমার মোবাইল ফোন নিয়ে চলে
যায়। এ ঘটনা পুলিশকে জানিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি।’
মহাসড়কে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা এসব বিষয়ে কথা বলতে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দিপুর কাছে। তাঁর কাছে বিক্ষোভকারীরা মৌখিক অভিযোগ করেন। এ বিষয়ে মেহেদী হাসান দিপু বলেন, ছিনতাই বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টহল দল কাজ করছে। ছাত্ররা জানিয়েছেন, ছিনতাই বন্ধে তারাও পুলিশের সঙ্গে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করতে চান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বনানীতে ছুরিকাঘাতে নিহত পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে: ছাত্রদল সভাপতি
রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, অজ্ঞাত ফোন নম্বর থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, পারভেজের ছোটবোন মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন, তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পারভেজের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া পাঠকবাড়ী গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল সভাপতি।
এ সময় তিনি বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বনানী ও ভালুকা মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে। পারভেজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতৃবৃন্দ পাশে থাকবে।
কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, বিগত সাড়ে ৮ মাসে এই দেশে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে এবং নির্দলীয় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভালুকায় আগমন উপলক্ষে উপজেলার কালারমাস্টার এলাকায় ছাত্রদল নেতা শরিফ আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান। পরে ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অংশ নেন রাকিবুল ইসলাম। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।