Samakal:
2025-04-02@19:36:21 GMT

কাজ ফেলে উধাও ঠিকাদার

Published: 25th, January 2025 GMT

কাজ ফেলে উধাও ঠিকাদার

কুমিল্লার তিতাসে উলুকান্দি থেকে কালাইগোবিন্দপুর সড়কের কাজ শুরু করে উধাও ঠিকাদার। নির্ধারিত সময়ের পর প্রায় দুই মাস অতিবাহিত হলেও পাকাকরণ শুরু হয়নি। যে কারণে দুর্ভোগে রয়েছেন চার গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। বিশেষ করে উপজেলা সদর ও বাজারে যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। প্রায় ৫ কিলোমিটার ঘুরে ওই চার গ্রামের লোকজনকে বাতাকান্দি বাজারে যাতায়াত করতে হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, মাছিমপুর-আসমানিয়া সড়কের বাতাকান্দি বাজারের পূর্বপাশে নির্মাণাধীন সেতুর পাস থেকে উলুকান্দি দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা রয়েছে। এখানে প্রায় ১ হাজার ২০০ মিটার সড়ক পাকাকরণের জন্য বক্স কাটা হয়েছে। কিছু কিছু স্থানে ইটের খোয়ার স্তূপ দেখা যায়। বক্স কাটা রাস্তার মাঝে মাঝে ইটের স্তূপ থাকায় সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। রাস্তার অনেক জায়গায় আশপাশের বাড়ির ব্যবহৃত পানি জমে আছে। বৃষ্টির পানিতে অনেক জায়গা ভেঙে গেছে। বক্স কাটার পর ১০ ইঞ্চি পুরু করে বালু ফেলার কথা থাকলেও কোথাও তার অস্তিত্ব দেখা যায়নি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তথ্যমতে, বলরামপুর ইউনিয়নের উলুকান্দি থেকে কালাইগোবিন্দপুর সড়কের ১২ মিটার পাকাকরণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কুমিল্লার মেসার্স জিরু ইনফিনিটিভ কোম্পানি ১ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ৮১৪ টাকায় কাজটি পায়। ২০২৩ সালের ২৮ নভেম্বর কার্যাদেশ দেওয়া হয়। যার মেয়াদ ছিল ২০২৪ সালের ২৭ নভেম্বর পর্যন্ত।
উলুকান্দি গ্রামের হযরত আলী ও রাসেল আহমেদ জানান, রাস্তাটির সংস্কার কাজ বন্ধ থাকায় গাজীপুর বাসস্ট্যান্ড হয়ে প্রায় ৫ কিলোমিটার ঘুরে বাতাকান্দি বাজারে আসতে হয়। এতে অতিরিক্ত সময় ও টাকা ব্যয় হচ্ছে।
শ্রীনারায়ণকান্দির প্রবাসফেরত আব্দুল লতিফ বলেন, বাতাকান্দি বাজারে ভালো প্রাইভেট ক্লিনিক ও ডাক্তার আছেন। রাস্তাটি বন্ধ থাকায় রোগীদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। মালপত্র পরিবহনের ক্ষেত্রে অতিক্তি টাকা ব্যয় হচ্ছে।
মেসার্স জিরু ইনফিনিটিভ কোম্পানির স্বত্বাধিকারী নজরুল ইসলাম শুভ বলেন, ‘এ রাস্তার ফান্ড (তহবিল) না থাকায় কাজটি করতে পারছি না। শুনেছি মন্ত্রণালয় থেকে দ্রুত ফান্ড ছাড় হবে। ফান্ড এলে আশা করি কাজটি শুরু করতে পারব।’
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, মেয়াদ বৃদ্ধির জন্য ঠিকাদার আবেদন করেছেন। শিডিউল অনুযায়ী ঠিকাদারকে অবশ্যই কাজ করতে হবে। কাজটি শুরুর প্রথম দিকে ফান্ডে সমস্যা ছিল। এখন কোনো সমস্যা নেই। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।

১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।

জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ