এলেন ডিজেনারেস। আমেরিকান কমেডিয়ান, টিভি উপস্থাপক, অভিনেত্রী, লেখক ও প্রযোজক। কমেডি শো ও টিভি টকশোর কারণে তুমুল জনপ্রিয়। কিংবদন্তি এই কমেডিয়ানের বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন ইমাম হোসেন মানিক
১৯ বছর বয়সে আমার জীবনে একটি বেদনাদায়ক ঘটনা ঘটে। আমার প্রিয় বান্ধবী গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তখন একটি অ্যাপার্টমেন্টের বেজমেন্টে থাকতাম আমি। আমার কাছে কোনো টাকা ছিল না। তাপমাত্রা কিংবা বাতাস ছিল না সেখানে। মেঝের ওপর একটি ম্যাট্রেস বিছানো ছিল; অ্যাপার্টমেন্টটি মাছিতে ভনভন করত। সে সময় নিজের আত্মাকেই যেন খুঁজতাম আমি! জানতে চাইতাম, কেন সে হঠাৎ চলে গেল এবং এখানে এত মাছি কেন? আমি এসবের কারণ বুঝতাম না। মনে হতো, যদি স্রষ্টাকে ফোন করতে পারতাম, যদি তাঁর কাছে জিজ্ঞেস করতে পারতাম! আমি লেখা শুরু করলাম। স্রষ্টার সঙ্গে কাল্পনিক কথোপকথন মনভরে লিখতাম। সেটি একপক্ষীয় ছিল। তবু আমি লেখা শেষ করেছিলাম। লেখাগুলোর দিকে তাকাই এবং নিজেকে বলি, আমি জানি কারসনের সঙ্গে টুনাইট শো করব। সে সময় তিনি ‘স্ট্যান্ডআপ টুনাইট শো’র সেরা ছিলেন। নিজেকে আরও বলেছিলাম, আমি এ শোয়ের ইতিহাসে প্রথম নারী হতে যাচ্ছি! সত্যিই তার কয়েক বছর পর নারী হিসেবে প্রথম এই শো উপস্থাপন করে ইতিহাস গড়ি।
সব হারিয়েও এগিয়ে গিয়েছি
মনে পড়ে, স্কুলের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে এসে সবকিছু হারিয়ে ফেলেছিলাম। তবু আমি সামনে এগিয়ে গিয়েছি। যে কোনোভাবে শেষ করেছিলাম উচ্চ বিদ্যালয়ের পাঠ। সত্যি বলতে, আমার কোনো লক্ষ্য ছিল না, কী করতে চাই। আমি সবকিছু করেছি। ঝিনুকের খোসা ছাড়িয়েছি। অতিথিসেবা করেছি। মদের দোকানে মদ পরিবেশন করেছি। হোটেলে খাবার পরিবেশন করেছি। ঘরে রং করেছি। মেঝে পরিষ্কার করেছি। আমি কী করব, তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা ছিল না। ভাবতাম, কোনো এক কাজে শেষমেশ স্থির হতে পারব।
বড় হতে হতে পাল্টে যায় সফলতার সংজ্ঞা
আজ আমার কাছে সফলতার ধারণা ভিন্ন। আপনি যখন বড় হচ্ছেন, দেখবেন সফলতার সংজ্ঞা পাল্টে গেছে। আমার মতে, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সম্পূর্ণতা নিয়ে জীবন যাপন করা এবং যা আপনি নন, বন্ধুবান্ধবের চাপে পড়ে তেমন কিছু না করা। একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে আপনারা নিজের জীবন কাটান, এটিই আমি চাই।
এগিয়ে যান, সাফল্য আসবেই
নিজের ভালো লাগাকে অনুসরণ করুন, নিজের ওপর সৎ থাকুন। যতক্ষণ পর্যন্ত পথ না হারিয়ে ফেলবেন, অন্য কারও পথ অনুসারে চলা যাবে না। কাউকে উপদেশ দেবেন না। কারণ এটি ফিরে আসবে আপনার কাছেই। তখন হয়তো বেকুবের মতো লজ্জিত হবেন! আসলে আমার বারবার নিজের শৈশবের কথা মনে পড়ে। অনেক কষ্টে স্কুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলাম। সাফল্য পেতে বারবার নানা দরজায় কড়া নাড়তে হয়েছিল। বেড়ে ওঠার জন্য প্রচুর সময় ব্যয় করেছি। আমার মা নিউকম্ব শহরে কাজ করতেন এবং আমি তাঁর পার্স থেকে প্রতিনিয়ত কিছু না কিছু চুরি করতাম! সেই চুরি ভালো কিছু ছিল না। আজ আমি এই পর্যায়ে সে চুরির কারণে আসিনি। পরিশ্রমের কারণে এসেছি এবং সেই সঙ্গে সে চুরি থেকে নিজেকে বদলে নেওয়ার জন্য এখানে এসেছি। আমি অনমনীয়তার বাইরে কোনো কিছু চিন্তা করতে পারি না। বিশ্ববিদ্যালয় জীবন থেকে আরও সাহসী হয়ে উঠি। বদলে নেওয়ার শক্তি নিজের ভেতরে তৈরি করুন। নিজেকে নিজে এগিয়ে না নিলে কেউই এগিয়ে দেবে না। এগিয়ে যান। সাফল্য আসবেই! u
উৎস: Samakal
কীওয়ার্ড: স ফল য
এছাড়াও পড়ুন:
এ সপ্তাহের রাশিফল (২৬ এপ্রিল-২ মে)
সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির (বিএএস) যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সাংসারিক দ্বন্দ্ব নিরসনের জন্য ইতিবাচক সহনশীলতা বাড়াতে হবে। শারীরিক ও আর্থিক বিষয় আপনার জন্য শুভ নয়। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে।
আরো পড়ুন:
এ সপ্তাহের রাশিফল (১৯-২৫ এপ্রিল)
এ সপ্তাহের রাশিফল (১২-১৮ এপ্রিল)
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): পেশাগত সফলতা অপবেন। কোনো ধরনের অলসতাকে প্রশ্রয় দিবেন না। পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে। অতিরিক্ত খাদ্যগ্রহণ থেকে বিরত থাকুন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনযাপন নিয়ে যত্নশীল হোন। দ্বৈত মনোভাবের কারণে পেশাগত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): অর্থনৈতিক বিষয় আপনার অনুকূলে থাকবে। সফলতার জন্য আত্মশক্তিতে ভরপুর থাকুন। দোদুল্যমান মানসিকতার জন্য পেশাগত কাজে সফলতা লাভের অন্তরায় হবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। সহজ সরল জীবনযাপন করার চেষ্টা করুন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): বুদ্ধিবৃত্তিক ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। তবে অপ্রত্যাশিত ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। কর্মস্থলে প্রশংসিত হবেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন। আত্মকেন্দ্রিক মানসিকতার লোকজন থেকে দূরে থাকাই শ্রেয় হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বন্ধুবান্ধব, সহকর্মী ও আত্মীয়স্বজনের সঙ্গে বৈরী সম্পর্ক বা পরিবেশ তৈরি হলে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সুস্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর আহার ও নিয়মিত হালকা ব্যায়াম করুন। দাম্পত্য জীবনে পারস্পরিক মতানৈক্য এড়িয়ে চলুন। কারোর সমালোচনায় ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠা বাড়তে পারে। আবেগ প্রবণতার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন। দাম্পত্য ও ব্যবসায়িক বিষয় আপনার অনুকূলে নাও থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সাফল্য লাভ হবে, তবে তার সঙ্গে ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি করুন। পারিবারিক বিষয়ে মধ্যপন্থা অবলম্বন করুন। আর্থিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠা বাড়তে পারে। কর্মজীবনে নানামুখী চাপ বাড়তে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ভ্রমণ শুভ।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): স্নায়ুবিক দুর্বলতায় ভুগতে পারেন। পারিবারিক জীবন ভালো যাবে। অর্থের বিষয়ে অমিতব্যয়িতা নিয়ন্ত্রণ করতে হবে। রোমান্টিক সম্পর্কে আনন্দ পাবেন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বাত জাতীয় সমস্যায় ভুগতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ার): পারিবারিক জীবনে সমন্বয় করে চলার চেষ্টা করুন। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। নেতিবাচক পরিবেশ আপনার জন্য শুভ নয়। খাদ্য নির্বাচনে বিশেষ সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক বিষয়ে ইতিবাচক থাকুন। পেশাগত কাজে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ইতিবাচক দৃষ্টিতে জীবন পরিচালনা করুন, সফলতা আপনার করায়ত্তে। ঠান্ডাজনিত বিষয় থেকে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক পরিবেশে সহনশীলতা প্রয়োজন। প্রতিটি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিন। শরীরে ঠান্ডা লাগতে দিবেন না। ভ্রমণ শুভ। ব্যবসায়িক যোগাযোগ শুভ। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। মানসিক অবসাদজনিত কারণে পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে।
ঢাকা/ফিরোজ