প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ
Published: 25th, January 2025 GMT
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এই বিষয়ে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত সিআইপি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পাসপোর্ট প্রক্রিয়ায় ‘ভেরিফিকেশন’ ঝামেলা কমানোসহ প্রবাসীদের সেবাগুলোতে হয়রানি কমানো আশ্বাস দেন উপদেষ্টা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা খুবই জটিল প্রক্রিয়া। তবুও অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টা ড.
তিনি বলেন, জুলাই বিপ্লব মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। জুলাই বিপ্লবের পর এই সরকার গঠিত হয়েছে। আমাদের নিজেদের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সকল আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। তাই অন্তর্বর্তী সরকার পরিচালনায় সকলের সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।
প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগের ইকো সিস্টেম সহজ করার জন্য কাজ করছে। আপনারা (প্রবাসীরা) দেশে বিনিয়োগ করুন। পৃথিবীর বুকে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করুন।
দেশটির আজমানে উইমেন অ্যাসোসিয়েশন হলে সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াকুব সৈনিক। গেস্ট অব অনার ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল নুয়াইমি।
কামরুল হাসান জনি ও রোমানা বর্ণীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মীর কামাল, মুক্তিযোদ্ধা আমানুল কিবরীয়া, বাংলাদেশ সমিতি শারজাহ সাবেক সভাপতি শরাফত আলী, জনতা ব্যাংক আবুধাবির সিইও মোহাম্মদ কামরুজ্জামান, টেপ টেপ সেন্টের হেড অব গ্রোথ (বাংলাদেশ) সুদর্শন সুভাশীষ দাস, শিবলী আল সাদিক প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঘোষিত ২০২৪ ও ২০২৫ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সিআইপিকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রবাসী শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।
সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।
সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।
দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪