মৌলভীবাজারের রাজনৈতিক দৃশ্যপট পাল্টেছে। ৫ মাস আগেও যাদের হুকুমের হেরফের হতো না, তারা আজ লাপাত্তা। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বিদেশ পাড়ি জমিয়েছেন। অনেকে আবার দল ডুবিয়ে আত্মগোপনে রয়েছেন।
এদিকে নেতারা গা-ঢাকা দিলেও জেলার তৃণমূল নেতাকর্মী পড়েছেন হয়রানির মুখে। মামলা, হামলা ও নির্যাতনে জর্জরিত তারা। অন্যদিকে দেড় দশক রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে থাকা বিএনপি-জামায়াতের নেতৃত্বে চলছে প্রশাসনিকসহ বিভিন্ন কার্যক্রম।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছরের ৫ আগস্ট। এর পরপরই মৌলভীবাজার জেলার দুর্দান্ত প্রভাবশালী নেতারা অন্তরালে চলে যান। দীর্ঘদিন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থান করা একসময়ের আওয়ামী নেতারা ক্ষমতার মোহে জেলার রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। জেলাজুড়ে গড়ে তুলেছিলেন রাজনৈতিক বলয়। সাধারণ নেতাকর্মীরা সুবিধাভোগীদের কাতারে না থাকলেও এখন তাদেরই ভোগান্তি পোহাতে হচ্ছে।
তৃণমূল আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সুসময়ে মধু খেয়ে উড়ে যাওয়া নেতাদের মধ্যে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সহসভাপতি আকিল আহমদ, সদস্য ও একাধিকবারের সিআইপি এম এ রহিম শহীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, আব্দুল মোহিত টুটু, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান খান, ইউপি চেয়ারম্যান টিপু খান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর ছেলে জাকির হোসেন জুমনের নাম উল্লেখযোগ্য। তারা ক্ষমতায় থাকতে দল বাণিজ্যে সবার আগে ছিলেন। পালানোর ক্ষেত্রেও সবার আগে।
জেলা আওয়ামী লীগের সদস্য বিদেশে অবস্থান করা সাইফুর রহমান বাবুল মোবাইল ফোনে জানান, গত বছরের ১২ জুলাই পারিবারিক কাজে যুক্তরাজ্যে আসতে হয়েছে। সুবিধাভোগী অনেক নেতা নৌকা ডুবিয়ে ৫ আগস্টের পর বিদেশে এসেছেন। গুঞ্জন রয়েছে জেলা আওয়ামী লীগ সহসভাপতি, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ ভারতে অবস্থান করছেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সহসভাপতি আজমল মিয়া, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদ্য সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু দেব, সাবেক কৃষিমন্ত্রীর ভাই কমলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শফিউল আলম নাদেল, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেণু, সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শফি আহমদ সলমান আত্মগোপনে আছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার এক নেতা জানান, মামলার এজাহারভুক্ত আসামি ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা আইনিভাবে মামলা মোকাবিলা করলে নিরীহ নেতাকর্মীরা হয়রানি থেকে রেহাই পেতেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ র রহম ন র জন ত মন ত র উপজ ল আওয় ম

এছাড়াও পড়ুন:

ঢাবিতে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা

পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় ঈদুল ফিতরের প্রথম জামাতের পর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

বাকৃবির রাজিয়া হলে চার গণরুমে ১২৬ ছাত্রী, ৩২ জনের একটি বাথরুম

দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’

অধ্যাপক নিয়াজ আহমদ খান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ উপলক্ষে তিনি সবার জন্য অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উপাচার্য বলেন, বর্তমানে দেশ এক কঠিন সময় অতিক্রম করছে। এ পরিস্থিতিতে সব ভেদাভেদ ভুলে সকলকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। পরস্পর হাত ধরাধরি করে সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। মাহে রমজানের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে ব্যক্তিগত জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা ও সহনশীলতার চর্চা অব্যাহত রাখতে হবে। 

উন্নত, উদার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান রাখেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।

ঢাকা/সৌরভ/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে ছাত্রলীগের মিছিলের পর দুই আ.লীগ নেতার বাসায় হামলা
  • পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত
  • ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত ২০
  • শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত ২০
  • ঢাবিতে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা