টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ১৭ জন উদ্ধার
Published: 25th, January 2025 GMT
কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারীর আস্তানা থেকে নারী-শিশুসহ মালয়েশিয়া যেতে ইচ্ছুক ১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়। শনিবার বিকেলে তাদের উদ্ধার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন– বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় মালয়েশিয়া যেতে ইচ্ছুক ১৭ বাংলাদেশি ও রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে জিম্মি করেছে পাচারকারীরা। এ সময় টেকনাফ নৌবাহিনীর একটি দল পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। মানব পাচারকারী আলী আব্দুল্লাহকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে তিনজন বাংলাদেশি ও ১৪ জন রোহিঙ্গা। উদ্ধার ১৭ জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার দিকে নৌবাহিনী উদ্ধার হওয়াদের সঙ্গে এক দালালকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দাম কমল এলপিজির
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকে এ মূল্য কার্যকর হবে।
বিস্তারিত আসছে...