কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারীর আস্তানা থেকে নারী-শিশুসহ মালয়েশিয়া যেতে ইচ্ছুক ১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়। শনিবার বিকেলে তাদের উদ্ধার করা হয়। 

বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন– বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় মালয়েশিয়া যেতে ইচ্ছুক ১৭ বাংলাদেশি ও রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে জিম্মি করেছে পাচারকারীরা। এ সময় টেকনাফ নৌবাহিনীর একটি দল পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। মানব পাচারকারী আলী আব্দুল্লাহকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে তিনজন বাংলাদেশি ও ১৪ জন রোহিঙ্গা। উদ্ধার ১৭ জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার দিকে নৌবাহিনী উদ্ধার হওয়াদের সঙ্গে এক দালালকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আরসা প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী রিমান্ড শেষে কারাগারে  

মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন- আরসা প্রধান আতাউল্লাহ ও তার সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম।

জানা যায়, এর আগে গত ১৭ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমি পল্লী আবাসিক এলাকার একটি ১০ তলা ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আতাউল্লাহ, তার পরিবার ও সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

একই দিনে ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার একটি বহুতল ভবনের ১০ তলার একটি ফ্ল্যাট থেকেও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ ছিলেন।

গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে দুটি মামলা করে। এসব মামলায় রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে বিচারক আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

সম্পর্কিত নিবন্ধ