নারায়ণগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
Published: 25th, January 2025 GMT
এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই” শ্লোগানে তারুন্যে উৎসব-২০২৫ এ নারায়ণগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, তারুন্যের উৎসবে যে খেলা হলো আমরা খুব উপভোগ করেছি। প্রতিযোগীতায় হারজিত বড় না। প্রতিটা খেলোয়ারই তার সর্বোচ্চটা দিতে চায়। আমাদের যুব সমাজ কে খেলার দিকে নিয়ে যেতে চাই। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে যেনো খেলার দিকে নজর দেয়। খেলার মধ্যে কিভাবে জয় এবং পরাজয়ের বিষয়গুলা নিজের মধ্যে নেয়া যায়।
তিনি আরও বলেন, মানুষের লিমিট বলে কোন কথা নাই। যে যত পরিশ্রম করবে তার স্কীল ততটা ডেভোলাপ হবে। সুতরাং ভালো খেলোয়ার হতে হবে। এবং ভালো খেলোয়ারের সকল গুনাবলি নিজের মধ্যে রাখতে হবে। একটা খেলোয়ারের মূল্য অনেক বেশি।
অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.
বালিকা ফাইনাল খেলায় সোনারগাঁওকে ২ - ১ গোলে পরাজিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়। বালক ফাইনাল খেলায় বন্দর উপজেলাকে ট্রাইবেকারে ৪ - ৩ গোলে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ফ টবল ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ৮ জন দগ্ধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার ভোরে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২),সুমাইয়া (এক বছর ছয় মাস) ও নুরজাহান লাকি (৩০)।
ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সবাইকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ নারী-শিশুসহ ৮ জনকে আনা হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।
এনজে