সেলিম সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সিজন-১ এর ফাইনাল অনুষ্ঠিত
Published: 25th, January 2025 GMT
সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্বাবধানে সেলিম সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সোনারগাঁ পৌরসভা ইয়াং স্টারকে ১রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাদিরগন্জ কিংস। মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেছেন হাজার হাজার দর্শক।
তবে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করা। পুরো আয়োজন নিয়ে বেশ তৎপর ছিলেন পুরা সোনারগাঁবাসী।
এদিন বিকেলে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ।
ফাইনাল খেলায় সভাপতিত্বে করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।খেলা উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইকবাল।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআর, সোনারগাঁ পৌরসভার বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে বাইকের চাবি ও ট্রফি এবং রানার্সআপ দলকে ফ্রিজ দেওয়া হয়।
এর আগে গত ২৪ নভেম্বর থেকে শুরু হয় টুর্নামেন্ট। এর আগের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্বাবধানে আয়োজিত হওয়া এই টুর্নামেন্ট অংশ নেয় উপজেলার ১৬ টি দল।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র ল ইসল ম ব এনপ র স উপজ ল
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে রানা বরগুনার পাথরঘাট এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি মাদারিপুরের মো. দেলোয়ার হোসেনের মেয়ে সুরভী আক্তারকে বিয়ে করে রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় তার স্বামীকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলো।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০২০ সালের ৫ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভাড়া বাসায় পারিবারিক নিয়ে কথা কাটাকাটির জের ধরে জসিম উদ্দিন ওরফে জসিম রানা তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। সেই সাথে তার স্ত্রী সুরভী আক্তার পরিবারের সদস্যদের আত্মহত্যার কথা জানিয়ে আসার কথা বলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে সুরভী আক্তারের পরিবারের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় সুরভী আক্তারের বাবা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।