আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিনাজপুর। শনিবার উত্তরের এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। নিম্নমুখী তাপমাত্রা ও ঘন কুয়াশার পাশাপাশি হিমেল বাতাস শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে। তিন দিন পর সকালে সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিল কম।

এর আগে শুক্রবার সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রার পাশাপাশি কমেছে দিনের তাপমাত্রাও।

আবহাওয়াবিদদের ভাষায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে। সেই হিসাবে আজ দিনাজপুরে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তা মৃদু শৈত্যপ্রবাহ।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, নিম্নমুখী এই তাপমাত্রা কয়েক দিন বিরাজ করবে। এর পর অবস্থার উন্নতি হবে।

এদিকে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের জনজীবন গত চার দিন ধরে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা নেই সূর্যের। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি বিপদে শিশু ও বয়স্ক মানুষ।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, কুড়িগ্রামের ৯ উপজেলায় ৩৪ হাজার ৭২২টি কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদা ভেদে বিতরণ কাজ চলমান।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স লস য় স র র কর ড কর দশম ক

এছাড়াও পড়ুন:

ইফতারের দোয়া

রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।

নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)

ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

ইফতারের দোয়া বাংলা

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।

রোজার নিয়ত

সম্পর্কিত নিবন্ধ