নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ
Published: 25th, January 2025 GMT
ফটোগ্রাফি কার্যক্রমকে সৃষ্টিশীল করার লক্ষ্যে যাত্রা শুরু করলো নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাব।. শনিবার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সিনামনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে এ সংগঠনের। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে প্রণব কৃষ্ণ রায়কে আহ্বায়ক, আহাম্মদ শরীফ পারভেজ সদস্য সচিব এবং মুহাম্মদ রাশিদ চৌধুরীকে সদস্য করে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়।
সভায় সভাপতিত্ব করেন একসময়ের তুখোড় আলোকচিত্র সাংবাদিক, বর্তমানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘৯০ দশকের আলোকচিত্র সাংবাদিক, বর্তমানে দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ। এতে আরও উপস্থিত ছিলেন, আলোকচিত্রপ্রেমী আরটিভির প্রতিনিধি আনোয়ার হাসান, আড়াইহাজার টাইমসের সম্পাদক মো.
নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায় জানান, অচিরেই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ‘৮০ দশকের সাড়া জাগানো ফটোগ্রাফার, ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।