শহীদ শাকিলের জন্মবার্ষিকীতে না’গঞ্জে মোমশিখা প্রজ্জ্বলন
Published: 25th, January 2025 GMT
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শহীদ জুলফিকার আহমেদ শাকিলের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে শনিবার মোমশিখা প্রজ্জ্বলন করা হয়।
জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় শহীদ শাকিলসহ মুক্তির সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ শাকিলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, শহিদ শাকিল ছাত্র ফেডারেশনের বীর। তাদের রক্তের বিনিময়ে গণঅভুত্থানের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিমার্ণের।
শহীদদের সঠিক মর্যাদা নিশ্চিতের মধ্যে দিয়ে সুচনা হবে এ যাত্রার। কিন্তু দূর্ভাগ্য ৬ মাস পার হলেও হাতে পাওয়া যায়নি শহীদদের পূর্ণাঙ্গ তালিকাটুকু। এমনকি এখনো কাতরাচ্ছে অসংখ্য মানুষ চিকিৎসার জন্য। আজকে শহীদ শাকিলের ২৫ তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাই।
শাকিলসহ অভ্যুত্থানের হত্যাকারিদের বিচারের দাবি জানাই। আগামী ৩১ জানুয়ারি জুলাই গণহত্যার বিচার,শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এবং আহতদের সুচিকিৎসার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের আপামর ছাত্র সমাজকে সমাবেশে যোগদানের আহবান জানাই।
এসময় উপস্থিত ছিলেন জেলার সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম,সহ-সাধারণ সম্পাদক তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর,অর্থ সম্পাদক শাহিন মৃধা,কার্যকরি সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।