বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস আলিস, তবে...
Published: 25th, January 2025 GMT
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন বাংলাদেশের ডানহাতি স্পিনার আলিস আল ইসলাম। চলতি বিপিএলে চট্টগ্রাম কিংসে খেলছেন তিনি।
বিপিএল চলাকালীন আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার। যে কারণে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়। শনিবার মিরপুর স্টেডিয়ামে অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। প্রাপ্ত ফলাফলে পাস করেছেন আলিস।
চট্টগ্রাম কিংস তাদের নিজস্ব ফেসবুক পেজে দিয়েছে এই খবর। তবে আলিসকে বিশেষ একটা ডেলিভারি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে আলিসের রহস্য স্পিনার হিসেবে পরিচিতি আছে। তিনি দোসরা ডেলিভারি দিতে পারেন। বোলিংয়ের সময় যে কারণে গ্রিপ লুকিয়ে রাখেন তিনি।
আলিস চলতি বিপিএলে বল হাতে ভালো ছন্দে আছেন। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। পরের ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার বোলিং নিয়ে ফের সন্দেহ প্রকাশ করে তাকে পরীক্ষা দিতে বলা হয়।
এর আগে ২০১৯ সালের বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। ওই ম্যাচে মাঠে নেমেই হ্যাটট্রিক করেছিলেন আলিস। সেই সময়ও পরীক্ষা দিতে হয়েছিল তাকে। সেবার ফল পক্ষে আসেনি তার। যে কারণে বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন আনেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল অ য কশন পর ক ষ ব প এল
এছাড়াও পড়ুন:
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।
শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।