সিদ্ধিরগঞ্জে মধ্য সানারপাড় ফ্রিজ কাপ ব্যাডমিন্ট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জানুয়ারী) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মধ্য সানারপাড় হলিটাচ্ মডেল স্কুল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সানারপাড় বর্ণালী সংসদ বনাম হীরাঝিল সু-লকার মুখোমুখী হয়। এতে সানারপাড় বর্ণালী সংসদ চ্যাম্পিয়ন হয়। এসময় চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ এবং রানার-আপ দলকে এলইডি টিভি পুরস্কার তুলে দেয়া হয়।

সানারপাড় বর্ণালী সংসদের সাধারণ সম্পাদক কাজী মো: ইসলামের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইষ্ট ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা.

মুহাম্মদ দাহারুল ইসলাম। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিটি হসপিটালের চেয়ারম্যান মো: আশরাফ আলী মৃধা এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সানারপাড় বর্ণালী সংসদের যুগ্ন সম্পাদক সুমন মুন্না।

সানারপাড় বর্ণালী সংসদের সার্বিক সহযোগিতায় উক্ত টুর্নামেন্টটি পরিচালনা করেন, মৃধা মো: সবুজ, কাজী মো: ইফতি, কাজী মো: হাসিব, কাজী মো: রোহান, আলিফ ও রাসেল প্রমূখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, ‘পালানোর সময়’ যুবক আটক

মাদারীপুরের শিবচরে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করে যানটি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় ভ্যানে রক্ত দেখে স্থানীয় কয়েকজন সন্দেহভাজন এক ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাঈদ মোল্লা (৬৫)। তিনি শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে আটক ব্যক্তির নাম সৈকত ঢালী (৩৫)। তিনি পাঁচ্চর ইউনিয়নের কেরানিবাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে তালতলা এলাকার রাস্তর পাশে সাঈদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন। এ সময় তাঁরা আশপাশের লোকজনকে খবর পাঠিয়ে ভ্যানটি খুঁজতে বের হন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি ভ্যানে রক্ত দেখতে পেয়ে তাঁদের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ভ্যানসহ সৈকতকে আটক করেন। পরে তাঁরা সৈকতকে মরদেহর কাছে নিয়ে গিয়ে পিটুনি দেন।

খবর পেয়ে শিবচর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে সৈকতকে পুলিশি হেফাজতে নেয়। একই সঙ্গে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ ব্যাপারী বলেন, এ ধরনের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। এ হত্যাকাণ্ডের বিচার চান তাঁরা।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ছিনতাই করা ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ