২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
Published: 25th, January 2025 GMT
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
এর আগে চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। এর কয়েক ঘণ্টা পরেই ফিলিস্তিনিদের মুক্তি দিলো ইসরায়েল।
ইসরায়েলের কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের প্রকাশিত তালিকা অনুসারে ২০০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি ওফের সামরিক কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো ছেড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
তিন দেশের মধ্যস্থতায় চলতি মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ৪২ দিনের পর্ব অনুসারে, ইসরায়েলি কারাগারে বন্দি এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশা ধাক্কায় এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।
বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনসারুল (৬০)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামে। তিনি ধান কাটার কাজে গাজীপুরে এসেছিলেন।
আরো পড়ুন:
যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোররাতে পাঁচজন শ্রমিক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা থেকে বরমী বাজারের দিকে যাওয়ার সময় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আনসারুল মারা যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে গেছেন। নিহত ও আহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাকটি কার এবং কী কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/রফিক/রাজীব