বন্দরে বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা ভাংচুর, লুটপাট : আহত ১
Published: 25th, January 2025 GMT
বন্দরে বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার ২শ’ ৬০ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে নব্য সন্ত্রাসী সাগর জমাদ্দারসহ তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে ।
ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে উল্লেখিত কাউন্টারের পরিচালক সানজিদা সিকদার পান্না (৫০) মারাত্মক ভাবে জখম হয়। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত বাস কাউন্টার পরিচালক সানজিদা সিকদার পান্না প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন বিকেলে হামলাকারি সন্ত্রাসী সাগর জমাদ্দারের নাম উল্লেখ্য করে ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর নয়াপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী সিকদারের মেয়ে সানজিদা সিকদার পান্না দীর্ঘ দিন ধরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টার পরিচালনা করে আসছি।
শনিবার দুপুরে কাউন্টার পরিচালক সানজিদা সিকদার উক্ত কাউন্টারে ডিউটি করা কালিন সময়ে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকার নব্য সন্ত্রাসী সাগর জমাদ্দারসহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী উল্লেখিত কাউন্টারে অতর্কিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা ব্যাপক ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার ২শ’ ৬০টাকা ছিনিয়ে নেয়। ওই সময় কাউন্টার পরিচালক সানজিদা সিকদার হামলাকারি সন্ত্রাসী সাগর জমাদ্দার ক্ষিপ্ত হয়ে বেদম মারধর করে নিলাফুলা জখম করে।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।