ঘুষ হিসেবে দাবি করা ১০০ টাকা দিতে রাজি না হওয়ায় মেহেরপুরের গাংনীতে আরিফ হোসেন (৪৩) নামে এক ভ্যানচালককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদে ঘটে এ ঘটনা। আরিফের ভাষ্য, তাঁর টিসিবি কার্ডটি অনলাইনে নবায়নের জন্য গিয়েছিলেন। সেখানে প্যানেল চেয়ারম্যান আসমাতারার লোকজন ঘুষ দাবি করে। তিনি দিতে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা হয়। 

আরিফ হোসেন একই ইউনিয়নের জোড়পুকুরিয়া ঈদগাঁপাড়ার রেজাউল হকের ছেলে। তাঁর ভাষ্য, টিসিবি কার্ড অনলাইনে নবায়নের জন্য গেলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার লোকজন ১০০ টাকা দাবি করেন। টাকা কেন দিতে হবে জানতে চাইলে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আসমাতারার ইন্ধনে তার ক্যাডাররা লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করে তারা। 

এ বিষয়ে আরিফ থানায় অভিযোগ দিতে চাইলেও প্যানেল চেয়ারম্যানের লোকজন বিষয়টি মিটিয়ে ফেলতে বলছে। ন্যায়বিচার না পেলে তিনি থানায় মামলা করবেন। গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে থাকা ওই ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আসমাতারা বলেন, আরিফ হোসেনকে কেউ মারধর করেনি। পড়ে গিয়ে আহত হয়েছে। টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়। 

তবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবীর হোসেন জানিয়েছেন, আরিফ হোসেনের মাথা আঘাতের কারণে ফেটে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

এদিকে প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ রয়েছে। তাঁর প্রতি অনাস্থা জানায় পরিষদের অন্য সদস্যরা ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও প্রীতম সাহা বলেন, ১৩ জানুয়ারি প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে অনাস্থার বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেবেন। ঘুষ দাবি ও ভ্যানচালকের মাথা ফাটিয়ে দেওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর ফ হ স ন ব ষয়ট

এছাড়াও পড়ুন:

পরবর্তী পোপ নির্বাচন কীভাবে

রোমান ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নিতে রক্ষণশীল আর প্রগতিশীল কার্ডিনালদের তৎপরতা বেড়েছে। চলছে বিভিন্ন পর্যায়ের লবিং। প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ক্যাথলিকের নতুন নেতা বেছে নিতে ১৩৫ জন কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে গোপন বৈঠকে বসবেন। এবারের পোপ নির্বাচনের ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অনিশ্চিত।

এবারের বৈঠকে অংশ নেওয়া কার্ডিনালদের বেশির ভাগই আগে কোনো পোপ নির্বাচনে অংশ নেননি। তাদের ৮০ শতাংশই গত ১২ বছর পোপ ফ্রান্সিসের হাতে নিয়োগ পেয়েছেন। চার্চের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টায় ইরান, আলজেরিয়া, মঙ্গোলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে কার্ডিনাল নিয়োগ দেন পোপ ফ্রান্সিস। ফলে কার্ডিনাল কলেজে ইউরোপ-আমেরিকার একক আধিপত্য কিছুটা কমেছে। ২০১৩ সালে ইউরোপীয় কার্ডিনালের হার ছিল ৫০ শতাংশের বেশি, এখন যা নেমে এসেছে ৩৯ শতাংশে। এশিয়া আর লাতিন আমেরিকা থেকেও এখন ১৮ শতাংশ করে প্রতিনিধি আছেন।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এখন রোমান ক্যাথলিক চার্চে চলছে ‘নোভেনদিয়ালি’ নামে ৯ দিনের আনুষ্ঠানিক শোক পালন। ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী, পোপের মৃত্যুর পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কনক্লেভ শুরু করতে হয়। সব  কার্ডিনাল আগেভাগে পৌঁছে গেলে কনক্লেভ আগেও শুরু করা যায়। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কনক্লেভ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ভ্যাটিকানের করিডোর, বাগান আর ডাইনিং রুমে শুরু হয়েছে গোপন আলোচনা আর লবিং।

কনক্লেভ শুরু হওয়ার পর দ্রুত প্রথম ভোট হবে। প্রতিদিন সকাল আর বিকেলে ভোট হবে, যতক্ষণ না কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জিতে যান। ১৩০০ শতকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কনক্লেভ চলেছিল ২ বছর ৯ মাস। দ্য গার্ডিয়ান।

সম্পর্কিত নিবন্ধ