১০০ টাকা ঘুষ না দেওয়ায় মাথা ফাটল ভ্যানচালকের
Published: 25th, January 2025 GMT
ঘুষ হিসেবে দাবি করা ১০০ টাকা দিতে রাজি না হওয়ায় মেহেরপুরের গাংনীতে আরিফ হোসেন (৪৩) নামে এক ভ্যানচালককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদে ঘটে এ ঘটনা। আরিফের ভাষ্য, তাঁর টিসিবি কার্ডটি অনলাইনে নবায়নের জন্য গিয়েছিলেন। সেখানে প্যানেল চেয়ারম্যান আসমাতারার লোকজন ঘুষ দাবি করে। তিনি দিতে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা হয়।
আরিফ হোসেন একই ইউনিয়নের জোড়পুকুরিয়া ঈদগাঁপাড়ার রেজাউল হকের ছেলে। তাঁর ভাষ্য, টিসিবি কার্ড অনলাইনে নবায়নের জন্য গেলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার লোকজন ১০০ টাকা দাবি করেন। টাকা কেন দিতে হবে জানতে চাইলে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আসমাতারার ইন্ধনে তার ক্যাডাররা লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করে তারা।
এ বিষয়ে আরিফ থানায় অভিযোগ দিতে চাইলেও প্যানেল চেয়ারম্যানের লোকজন বিষয়টি মিটিয়ে ফেলতে বলছে। ন্যায়বিচার না পেলে তিনি থানায় মামলা করবেন। গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে থাকা ওই ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আসমাতারা বলেন, আরিফ হোসেনকে কেউ মারধর করেনি। পড়ে গিয়ে আহত হয়েছে। টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়।
তবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবীর হোসেন জানিয়েছেন, আরিফ হোসেনের মাথা আঘাতের কারণে ফেটে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ রয়েছে। তাঁর প্রতি অনাস্থা জানায় পরিষদের অন্য সদস্যরা ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও প্রীতম সাহা বলেন, ১৩ জানুয়ারি প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে অনাস্থার বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেবেন। ঘুষ দাবি ও ভ্যানচালকের মাথা ফাটিয়ে দেওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ফ হ স ন ব ষয়ট
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’