প্রত্যেককে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে : মুকুল
Published: 25th, January 2025 GMT
বন্দরে হাজীপুর কবরস্থান এলাকার যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর কবরস্থান রোডস্থ বালুর মাঠ প্রাঙ্গনে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, আমি অনেক ভাগ্যবান। আমি মুসলিম পরিবারে জন্ম গ্রহন করতে পেরেছি। আমি আরো গর্ববোধ করি আমাদের আখেরী নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মত হতে পেরে । আমরা যদি আমাদের প্রিয় নবী আর্দশ ও নির্দেশ মেনে চলি তাহলে আমাদের কিছু লাগবে না।
তিনি আরো বলেন, আমি ২০০০ইং সালে আমার মাকে সাথে নিয়ে প্রথম হজ্ব করি। আমি আল্লাহ ঘরকে সম্মান করেছি আল্লাহ আমাকে সম্মানিত করেছে। সম্মানের মালিক আল্লাহ। এদেশের মানুষের ভালোবাসায় আমি দুই দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমাদের প্রত্যেককে আল্লাহর রাস্তায় যেতে হবে। এ জন্য আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার শহিদ হোসেনের সভাপতিত্বে ওয়াজ দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মাহাবুব হোসেন, বন্দর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মেজবা উদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাফি মিয়া প্রমুখ।
ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ বয়েন করেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, অস্তাজুল আল্লামা হযরতুল আল্লামা মাওলানা মুফতি নাজমুস সায়াদাত ফয়েজী। আরবী প্রভাষক কাদেরিয়া তৈয়াবিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ হাফিজুর রহমান আল-ক্বাদেরী। খতিব, শাসনগাঁও, দেওয়ানবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
আরো ওয়াজ বয়ান করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ ইয়াসিন আল উয়েসী, হযরত মাওলানা আল-মিরাজ আল ক্বাদেরী, হযরত মাওলানা আবুল কালাম শান্তি নগরী প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ আনাছ রেজা আল-কাদরী। তাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন হাজীপুর যুব সমাজের পক্ষে ছালে মোহাম্মদ, মোঃ শাহিন মিয়া, মোঃ রাসেদ আহমেদ রাসেল, মোঃ আব্দুর কাদির গাজী, মোঃ পিয়েল, মোঃ রাজু, মোঃ জুয়েল, মোঃ আবদুল্লা, মোঃ অলি, মোঃ মনির, মোঃ ইয়াছিন। ওয়াজ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কল গ ছ য় আল ল হ ব এনপ
এছাড়াও পড়ুন:
স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী
স্ত্রীকে গলা কেটে হত্যার পর ছুরি হাতে লাশের পাশেই বসেছিলেন স্বামী। পরে স্থানীয়রা তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলেখা বেগম (৩৫) ওই গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুর রব মিয়ার (৫০) স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ২০ বছর আগে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ গ্রামের নয়াপাড়া এলাকার আবদুল মিয়ার মেয়ে সুলেখার সঙ্গে একই ইউনিয়নের নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রবের বিয়ে হয়। স্ত্রীর সঙ্গে রবের পারিবারিক কলহ দীর্ঘদিনের। বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। পরে সকালে নাশতা খেয়ে সুলেখা ঘুমিয়ে পড়লে রব তাঁকে গলা কেটে হত্যা করেন। এর পর ছুরি হাতে লাশের পাশেই তাঁকে বসে থাকতে দেখা যায়। এ সময় এলাকাবাসী রবকে গণপিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। খবর পেয়ে নিহত সুলেখার স্বজনরা রবকে ঘর থেকে বের করে হত্যার চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে।
আবদুর রব মিয়ার দাবি, সুলেখা তাঁকে দীর্ঘদিন ধরে মেরে ফেলার পরিকল্পনা করেছেন। তাই তিনি সুলেখাকে হত্যা করেন। পুলিশের কাছে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আবদুর রব মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। সুলেখার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।