মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পাঠানটুলি বড় ও তুরুণ সমাজের আয়োজনে শুক্রবার রাতে পাঠানটুলি নীট কনসার্ন ১নং গেইট এলাকায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথীরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো.

আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহীম নীট গার্মেন্টের চেয়ারম্যান হাজী মো. ইউসুফ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি মো. রাকিবুর রহমান সাগর, রাজ এ্যাপারেলস এর চেয়ারম্যান মো. আনোর হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা আমাদের যুবসমাজকে মাদক ও সকল প্রকার অপকর্ম থেকে দুরে রাখে। তাই আমাদের উচিৎ প্রতিটি এলাকায় যুবসমাজের জন্য বেশি বেশি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দেওয়া। এতে যুবসমাজ মাদক থেকে রক্ষা পাবে এবং সুন্দর সমাজ তৈরি হবে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থ্যতা অর্জন করা যায়। সুতরাং সুন্দর মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলা কোন বিকল্প নেই। 
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাঈম, আসিফ, আকাশ, আব্দুল্লাহ, তৌসিফ, সায়েম, সুফিয়ান, রিয়াজ, মৃদুল, ইমন, রাজু, আওলাদ, রিপন, সালাউদ্দিন, মানিক, বোরহান ও নাছিম।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী

স্ত্রীকে গলা কেটে হত্যার পর ছুরি হাতে লাশের পাশেই বসেছিলেন স্বামী। পরে স্থানীয়রা তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলেখা বেগম (৩৫) ওই গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুর রব মিয়ার (৫০) স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ২০ বছর আগে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ  গ্রামের নয়াপাড়া এলাকার আবদুল মিয়ার মেয়ে সুলেখার সঙ্গে একই ইউনিয়নের নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রবের বিয়ে হয়। স্ত্রীর সঙ্গে রবের পারিবারিক কলহ দীর্ঘদিনের। বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। পরে সকালে নাশতা খেয়ে সুলেখা ঘুমিয়ে পড়লে রব তাঁকে গলা কেটে হত্যা করেন। এর পর ছুরি হাতে লাশের পাশেই তাঁকে বসে থাকতে দেখা যায়। এ সময় এলাকাবাসী রবকে গণপিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। খবর পেয়ে নিহত সুলেখার স্বজনরা রবকে ঘর থেকে বের করে হত্যার চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে।

আবদুর রব মিয়ার দাবি, সুলেখা তাঁকে দীর্ঘদিন ধরে মেরে ফেলার পরিকল্পনা করেছেন। তাই তিনি সুলেখাকে হত্যা করেন। পুলিশের কাছে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আবদুর রব মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। সুলেখার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী
  • চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
  • নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন
  • মুন্সীগঞ্জে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ ছিনতাইকারী বাবু মিজি আটক
  • রূপগঞ্জে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লাটপাট : নারী-শিশু সহ আহত ৯
  • সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির প্রতিবাদ
  • ৭ বছরে পদার্পণ করল বিউটি ই-কমার্স চারদিকে
  • খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
  • প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ‘শয়তানের নিঃশ্বাসে’ খোয়া গেলো ব্যবসায়ীর লাখ টাকা