তৃতীয়বারের মতো বইপোকাদের মিলনমেলা
Published: 25th, January 2025 GMT
বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও বইঘর আয়োজিত লিটারারি ব্র্যান্ড শো ‘লেখকের গল্প: বিশেষ সাক্ষাৎকার সিজন-৩’ অনুষ্ঠিত হয়েছে। বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ জানুয়ারি রাজধানীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সঙ্গে ‘বইপড়া ও পাঠকের গতিপ্রকৃতি কোন পথে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, বইপ্রেমী ও সাহিত্যনুরাগীরা। আলোচনায় অতিথির বক্তব্য রাখেন বুদ্ধিজীবী ফয়েজ আলম, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি নাসরীন জাহান, কথাসাহিত্যিক মোহাম্মদ নাজিম উদ্দিন, গবেষক ডক্টর সফিকুল ইসলাম, সামাজিক উদ্যোক্তা বাদল সৈয়দ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদ বাদশা। বিশেষ সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন ‘লেখকের গল্প সিজন-৩’র ৩০ জন লেখক। এ ছাড়া বইভিত্তিক সংগঠন, সক্রিয় ফেসবুক কমিউনিটি, সামাজিক সংগঠন, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, বুক-রিভিউয়ার ও সাহিত্যানুরাগীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ হৃদয়, রাসনা আমিন ও মোহাম্মদ আসাদুজ্জামান সজীব। উপস্থিত ছিলেন আসাদুজ্জামান জয়, মাসুম আহমেদ আদি, আকাশ ইসলাম কাব্য, ফাহিম নোমান, হাসনাত আবদুল্লাহ, লতিকা হালদার, সাইদ মন, ইমামুল হাসান লিংকন।
স্বাগত বক্তব্য রাখেন সহ-প্রতিষ্ঠাতা রেহান জিহাদ। বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মনি, প্লাবন কুমার, এমদাদ হোসেন, নাইমুল ইসলাম, রুহি মোস্তারি স্বর্ণা, মাহজাব প্রমুখ। কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে মির্জা আব্দুল মুঈদ বেগ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতাল ও মরদেহ থানায় নিয়ে যায়।
মির্জা আব্দুল মুঈদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আরো পড়ুন:
প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত
চট্টগ্রামে টানা তিন দিন একই স্থানে দুর্ঘটনা, নিহত ১৬
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভোর ৪টা ৪২ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের দিকের সিটে থাকা মির্জা আব্দুল মুঈদ ঘটনাস্থলেই মারা যান, আহত হন তার স্ত্রীসহ আরো পাঁচজন। এর মধ্যে, চারজন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ গন্তব্যে চলে গেছেন।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ‘‘নিহতের লাশ থানায় রয়েছে। পরিবারের সদস্যরা লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য আবেদন করেছেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি।’’
ঢাকা/সাব্বির/রাজীব