সরকারি বরাদ্দ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্
Published: 25th, January 2025 GMT
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুখ-ই আজম বলেছেন, “টিআর-কাবিখাসহ সরকারি বরাদ্দ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারণ অতীতে দেখেছি, সরকারি বরাদ্দ জনগণকে না দিতে। জনসাধারণের এই টাকা ভাগ-বাটোয়ারা করতেন তৎকালীন জনপ্রতিনিধিরা।”
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর সার্কিট হাউজে বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফারুখ-ই আজম বলেন, “টিআর-কাবিখা ছাড়াও বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে গরিবরা ত্রাণ পায়নি। এসব ত্রাণ আত্মসাৎ করে জনপ্রতিনিধিরা ধনী হয়েছেন।”
আরো পড়ুন:
আ.
পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলা চলবে না: উপদেষ্টা রিজওয়ানা
সভায় তিনি সব জেলা প্রশাসকদের সরকারি সম্পদ ও টিআর-কাবিখার যথাযথ ব্যবহারের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার কাওসার রায়হান ও বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ বরিশাল বিভগের অন্যান্য জেলার প্রশাসকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/পলাশ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট সরক র উপদ ষ
এছাড়াও পড়ুন:
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয়েছে। এতে বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টা ২০মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।
অনুষ্ঠানে অংশ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।